৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ সেপ্টেম্বর ২১

প্রতিবেদক
সোমবার, ২১ সেপ্টেম্বর , ২০২০ ১০:৪৩

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
★২০০৩ বনাম পাকিস্তান- ৫৮ রানে হার।
২০১৮ বনাম ভারত- ৭ উইকেটে হার। (পুরুষ ওয়ানডে)
★২০১২ বনাম নিউজিল্যান্ড -৫৯ রানে হার।
২০১৯ বনাম আফগানিস্তান- ৪ উইকেটে জয়। (পুরুষ টি-টোয়েন্টি)

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
🔹১৯৭৩
এন্টিগার সুয়েটেস গ্রামে ক্রিকেট ইতিহাসের অন্যতম গতিময় পেসার কার্টলি অ্যাম্ব্রোসের জন্ম। ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা এক দলে আগমন ঘটেছিলো তার। ১২ বছর ধরে তিনি ক্রিকেটবিশ্বে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাজত্ব করেছেন। নিজের উচ্চতা, কঠোর লাইন-লেংথ, দুর্দান্ত সিম মুভমেন্ট এবং গতির মিশেলে নিজেকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর বেশ কয়েকটি স্পেল তার করা; ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে ৪৫/৮, পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১/৭, ত্রিনিদাদে ইংল্যান্ডের বিপক্ষে ২৪/৬ এসব বিখ্যাত স্পেল তার করা। ২০০০ সালের গ্রীষ্মে চতুর্থ ক্রিকেটার হিসেবে ৪০০ টেস্ট উইকেটের মালিক হন তিনি। শেষ টেস্টে তাকে দলের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রধান করা হয় এবং ওভালে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেয়া হয়।
🔸১৯৭৯
জ্যামাইকান ‘দানব’ ক্রিস্টোফার হেনরি গেইলের জন্ম। বিশ্লেষকদের মতে বিশ্বের সবচেয়ে এন্টারটেইনিং ওপেনার ‘ক্রিস গেইল’। শারীরিকভাবে লম্বা ও শক্তিশালী হওয়ায় যেকোনো স্ট্যান্স নিয়ে দুর্দান্ত সব শট খেলে থাকেন গেইল। তার ব্যাটিংয়ের দিনে যেকোনো দলই হয়ে যায় আন্ডারডগ! লেগস্পিনার, গতিময় পেসার, বিশ্বসেরা অফস্পিনার সবাইকে নিয়েই তিনি ছেলেখেলা করতে পছন্দ করেন। ‘দ্যা ইউনিভার্স বস’ নামটি তার সাথে যথাযথভাবেই মিলে যায়। তার ঝুলিতে টি-টোয়েন্টি ক্রিকেটের বেশ কয়েকটি রেকর্ড রয়েছে। জোহানেসবার্গে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হাঁকিয়েছিলেন উক্ত ফরম্যাটের প্রথম সেঞ্চুরি। বিশ্বসেরা ফ্রাঞ্চাইজি লীগ আইপিএলে তার ৬৬ বলে ১৭৫ রানের ইনিংস টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং সবচেয়ে দ্রুততম শতক! এছাড়াও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। ২০০৭ সালে রামনারেশ সারওয়ান ইঞ্জুরিতে পড়ায় জাতীয় দলের অধিনায়কত্ব পান তিনি। ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লীগসমূহে তিনি বেশ পরিচিত মুখ, বিশ্বের সবচেয়ে বেশী ফ্রাঞ্চাইজি লীগ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। যার সারা বিশ্বে ‘টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা’ নামে পরিচিত তিনি। এছাড়াও আইপিএল, বিপিএল, সিপিএল বেশ কয়েকটি লীগে তিনি চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন। ২০১৭ সালে এ ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০,০০০ রান করার গৌরব অর্জন করেছেন তিনি।
▪১৮৯২ জিওফ্রে ট্রেডওয়েল (ইংল্যান্ড)
🔹১৮৯৩ নিপ পিলাও (অস্ট্রেলিয়া)
🔸১৯০১ ল্যারি কন্সটেনটাইন (ওয়েস্ট ইন্ডিজ)
🔸১৯৫৯ রিচার্ড ইলসন (ইংল্যান্ড)
🔹১৯৭১ জন ক্রলি (ইংল্যান্ড) 
▪১৯৭১ এডাম হুকল (জিম্বাবুয়ে)
🔹১৯৯৩ ডিলন ক্যাম্পবেল (ওয়েস্ট ইন্ডিজ)
🔸১৯৯৫ নালিন নিপকো (ভানুয়াটু)

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
•১৯২২ থমাস আর্মিতেজ (ইংল্যান্ড)
•১৯৬৯ জন হিলস (ইংল্যান্ড)
•১৯৯৯ ভিক্টর স্টলমেয়ার (ওয়েস্ট ইন্ডিজ)
•২০০৮ উমেশ কুমার (ভারত)

💯আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
★১৯৮২ সন্দিপ পাতিল •১১৪* ভারত 🆚 শ্রীলঙ্কা
★১৯৮৬ কপিল দেব •১১৯ ভারত 🆚 অস্ট্রেলিয়া
★১৯৯৭ গ্রান্ট ফ্লাওয়ার •১০৪ জিম্বাবুয়ে 🆚 নিউজিল্যান্ড
★২০১২ ব্রেন্ডন ম্যাককালাম •১২৩ নিউজিল্যান্ড 🆚 বাংলাদেশ

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
•১৯৮৬ গ্রেগ ম্যাথিউজ ★১০৩/৫ অস্ট্রেলিয়া 🆚 ভারত
•২০০৫ হিথ স্ট্রিক ★৭৩/৬ জিম্বাবুয়ে 🆚 ভারত
•২০০৫ দিলারা ফার্নান্দো ★৬০/৫ শ্রীলঙ্কা 🆚 বাংলাদেশ
•২০২১ লি তাহুহু ★৩৭/৫ ইংল্যান্ড 🆚 নিউজিল্যান্ড (নারী)

, ,

মতামত জানান :