আবু জায়েদ রাহী; বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত সদস্য। বেশকিছু দিন ধরে লাল-সবুজের দেশকে বল হাতে এগিয়ে নিচ্ছেন তিনি। সেই রাহী এবার আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। বর্তমানে রাহীকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের অধীনে আইসোলেশনে রাখা হয়েছে।
রাহীর আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী রাহীর করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করে জানান, ‘রাহীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। স্বাস্থ্য বিধি মেনে তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং নির্দিষ্ট সময় পর পুনরায় পরীক্ষা করা হবে।’
শ্রীলঙ্কা সফরের আগে রাহীর করোনায় আক্রান্তের বিষয়টি ভাবিয়ে তুলেছে বোর্ডকে। আগামী পরীক্ষায় রাহীর ফলাফল কি আসে সেটার জন্য অপেক্ষা করতে হবে বিসিবিকে। এদিকে রাহীর সাথে পেসার এবাদতকেও সাবধানতা বশত আলাদা করে রাখা হয়েছে।