১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ সেপ্টেম্বর-২৬

প্রতিবেদক
Ashik Hasan
শনিবার, ২৬ সেপ্টেম্বর , ২০২০ ১০:৪৩

🔴 অাজকের দিন সাধারণ ঘটনা
১৯৯৫ সালে অাজকের দিনে শিয়ালকোটে  শ্রীলংকা পাকিস্তানকে  ১৪৪ রানের ব্যবধানে হারায়। শীলংকার বাহিরের এটাই তাদের প্রথম তিন ম্যাচ সিরিজের কোন ম্যাচ জয়।  এছাড়াও পাকিস্তান ১৯৮০-৮১ সালের পর প্রথম বারের মতো ঘরের মাঠে কোন টেস্ট সিরিজে হারের মুখ দেখে।

২০১৭,  ব্রিস্টলের এক নাইট ক্লাবের সামনে দুই ব্যাক্তির সাথে সংঘাতের অভিযোগে অাজকের দিনে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোককে গ্রেফতার করা হয়।  তার সাথে উপেনার এলেক্স হেলস্ করও শাস্তি দেয়া হয় এবং ইংলিশ বোর্ড তাদের সাময়ীক নিষিদ্ধ ঘোষনা করে।

২০১৯  কাউন্টি ক্রিকেট দল এসেক্স  অস্টম বারের মতো কাউন্টি চ্যাম্পিয়নশীপ নিজেদের করে নেয়।

▪ ১৯৯৯,  অাজকের দিনে এলজি কাপে নাইরোবিতে ভারত দক্ষিণ অাফ্রিকাকে ১১৭ রানে অল অাউট করে দেয়। এবং মমাত্র দুই উইকেটে্ বিনিময়ে জয় তুলে নেয়। ভারতীয় বোলার সুনিল যোশী মাত্র ছয় রানের বিনিমনে পাঁচ উইকেট নিয়েছিলো।  তা বোলিং ফিগার ছিলো ১০-৬-৬-৫!

🔴 অাজকের দিনে বাংলাদেশ ক্রিকেট
ওডিঅাই – পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানের হার
টেস্ট – দক্ষিণ অাফ্রীকার বিপক্ষে ইনিংস ও ৪৮ রানের হার

🔴 অাজকের দিনে শতক সমূহ
২০০৯ – শোয়েব মালিক – পাকিস্তান বনাম ভারত
১৯৯৮ – শচীন টেন্ডুলকার – ভারত বনাম জিম্বাবুয়ে
১৯৯৭ – জেমস হোয়াইটঅল – জিম্বাবুয়ে বনাম নিউজিল্যান্ড
১৯৯৫ – মইন খান – পাকিস্তান বনাম শ্রীলংকা
১৯৮২ – রয় লুক দিয়াস –?শ্রীলংকা বনাম  ভারত

🔴 অাজকের দিনে পাঁচ উইকেট সমূহ
২০১৬ – রবিচন্দ্র অাশ্বিন – ভারত বনাম নিউজিল্যান্ড
১৯৯ – সুনিল যোশী  – ভারত বনাম দক্ষিণ অাফ্রিকা
১৯৮২ – অাব্দুল কাদির – পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া

🔴 অাজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন
১৯৪৩ – ইয়ন চ্যাপেল (অস্ট্রেলিয়া)
১৯৩১ – বিজয় মনজকার (ভারত)
১৯৮৯ – জনি বিয়ারস্টো (ইংল্যান্ড)
১৯৩৬ – বব বার্বার (ইংল্যান্ড)
১৯৭১ – পিটারসন থম্পসন ( নিউজিল্যান্ড)
১৯৮৬ – শন উইলিয়াম (জিম্বাবুয়ে)
১৯৪৭ – ফ্রেংকলি ডেনিস (কানাডা)
১৯৭২ – মার্ক হাসলাম (নিউজিল্যান্ড)

মতামত জানান :