অবশেষে মাঠের ক্রিকেটে ফিরছে উইলিয়ামসন বাহিনী। দেশটির সরকার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনুমতি দিয়েছে সিরিজ আয়োজনের। নতুন বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ, পাকিস্তান ও উইন্ডিজ জাতীয় দল। মহামারি করোনায় এই বছরে পন্ড হয়ে গেলেও নতুন বছরের শুরু থেকেই ক্রিকেট মাঠে নিয়মিত দেখা মিলবে কিউইদের, এমনটাই জানিয়েছেন এনডিসি। কিউই সরকারের কাছে আবেদনের পর মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর সবুজ সংকেত।
তবে বর্তমানে পাকিস্তান ও উইন্ডিজকে আতিথেয়তা দেওয়ার অনুমতি পেয়েছে সরকারের থেকে। এই দুই দলের সিরিজের পর বাংলাদেশেরও কিউই সফরে যাওয়ার কথা রয়েছে। ট্যুর প্ল্যান অনুযায়ী কিউইদের মাটিতে টিম টাইগার্সদের ৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু এই সিরিজের সাথে যুক্ত হতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।
বাংলাদেশের সাথে সিরিজের আগে উইন্ডিজের সাথে দুইটি টেস্ট আর তিনটি টি টোয়েন্টি সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে কিউইরা। তারপর পাকিস্তানের সাথে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশকে আতিথ্য দিবে নিউজিল্যান্ড।