১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে ফিরছেন সাকিব

প্রতিবেদক
Arfin Rupok
বৃহস্পতিবার, ১ অক্টোবর , ২০২০ ১১:৪৯

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সময় আরো দীর্ঘ হলো সাকিবের৷ আগামী মাসের প্রথম সপ্তাহে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিলো সাকিবের। কিন্তু হঠাৎ করে টাইগারদের লঙ্কা সফর স্থগিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের। আর এই অবসর সময়ে পরিবারের পাশে থাকতে আজ(বৃহস্পতিবার) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব।

এর আগে নিজেকে নতুন ভাবে তৈরি করতে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন সাকিব। এরপর করোনা পরীক্ষা এবং বিশ্রামের পর ৫-ই সেপ্টেম্বর বিকেএসপিতে শুরু করেছিলেন নিজেকে ফিরে পাওয়ার লড়াই। গুরু সালাউদ্দিন এবং ফাহিম স্যারের সহযোগীতায় নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন সাকিব। লক্ষ্য ছিলো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করবেন। কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছেনা সাকিবের।

টিম টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে না অক্টোবরে , তাই সাকিব ফিরছেন যুক্তরাষ্ট্রে। পরিবারের উদ্দেশ্যে আজ রাতেই দেশ ছাড়ার সম্ভাবনা আছে সাকিবের।

,

মতামত জানান :