আফগানিস্তান ক্রিকেট আকাশে কালো মেঘ। অকালে প্রাণ হারালেন দেশটির ক্রিকেটার নাজিব তারাকাই। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আজ(মঙ্গলবার) হার মানলেন তিনি।
এর আগে গত শুক্রবার (২ অক্টোবর) আফগানিস্তানের জালালাবাদ শহরে মারাত্মক দুর্ঘটনার শিকার হন আফগান এই ব্যাটসম্যান। এরপর থেকে কোমায় ছিলেন তিনি। অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন নাজিব। নাজিবের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
১৯৯১ সালের ২ ফেব্রুয়ারী জন্ম হয় নাজিবের। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন ১ টি ওয়ানডে এবং ১২টি টোয়েন্টি ম্যাচ। এছাড়াও প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪ ম্যাচে ৪৭.২০ গড়ে ২০৩০ রান করেছেন তিনি। রয়েছে ৬ সেঞ্চুরি এবং ১০ হাফ সেঞ্চুরি।
নাজিব তারাকাইয়ের অকাল মৃত্যুতে ক্রিকেট পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।