২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তুতি ওয়ানডে টুর্নামেন্টের জন্য দল ঘোষণা

প্রতিবেদক
Arfin Rupok
মঙ্গলবার, ৬ অক্টোবর , ২০২০ ৭:২৯

লাল বলের পর সাদা বলের প্রস্তুতি শুরু হচ্ছে টাইগারদের। করোনা পরবর্তী সময়ে ক্রিকেটারদের ঝালিয়ে নিতে ইতিমধ্যেই ২ টি লাল বলের প্রস্তুতি ম্যাচ খেলেছে রিয়াদ-মুমিনুলরা। এবার সাদা বলের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। তিন দলে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তামিম-রিয়াদ-শান্তরা।

এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই দল ভাগাভাগি করেছে বিসিবি। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে অক্টোবরের ২৩ তারিখে। রয়েছে প্রতিটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে। তিনটি দলের নেতৃত্বে দেখা যাবে মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এবং শান্তকে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে।

তিন দলীয় ওয়ানডে টুর্নামেন্টের স্কোয়াড:

তামিম ইকবাল একাদশ:
তামিম ইকবাল খান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, আকবর আলি, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।

স্ট্যান্ডবাইঃ শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেদী হাসান রানা।

নাজমুল শান্ত একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।

স্ট্যান্ডবাইঃ সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।

মাহমুদউল্লাহ একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

স্ট্যান্ডবাইঃ আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

তিন দলীয় ওয়ানডে টুর্নামেন্টের সূচি:

  • ১১ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ বনাম নাজমুল একাদশ
  • ১২ অক্টোবর: রিজার্ভ ডে।
  • ১৩ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ বনাম তামিম একাদশ
  • ১৪ অক্টোবর: রিজার্ভ ডে।
  • ১৫ অক্টোবর: নাজমুল একাদশ বনাম তামিম একাদশ
  • ১৬ অক্টোবর: রিজার্ভ ডে।
  • ১৭ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ বনাম নাজমুল একাদশ
  • ১৮ অক্টোবর: রিজার্ভ ডে।
  • ১৯ অক্টোবর: মাহমুদউল্লাহ একাদশ বনাম তামিম একাদশ
  • ২০ অক্টোবর: রিজার্ভ ডে।
  • ২১ অক্টোবর: নাজমুল একাদশ বনাম তামিম একাদশ
  • ২২ অক্টোবর: রিজার্ভ ডে।
  • ২৩ অক্টোবর: ফাইনাল
  • ২৪ অক্টোবর: রিজার্ভ ডে।

মতামত জানান :