মাহমুদুল হাসান জয়; বাংলাদেশের উঠতি ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সেরা ক্রিকেটারদের একজন। ঘরোয়া ক্রিকেটের বর্তমান সময়ের নিয়মিত মুখ। টপ অর্ডার এই ব্যাটসম্যান চলতি বঙ্গবন্ধু টি-২০ কাপে সুযোগ পেয়েছিলেন গাজী গ্রুপ চট্টগ্রাম দলে। কথা ছিলো শুরু থেকেই মাঠ মাতাবেন তিনি। কিন্তু তা আর হয়ে ওঠেনি।
টুর্নামেন্ট শুরুর আগে গত ২১ নভেম্বর করোনা পজিটিভ হয় জয়ের। এতে করে দলের সাথে থাকা হয়নি তার। অবশেষে জয় এবং চট্টগ্রামের জন্য সুখবর এলো। করোনা পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে জয়ের।
এতে করে আগামী ম্যাচ থেকেই চট্টগ্রামের হয়ে মাঠ মাতাতে পারবেন মাহমুদুল হাসান জয়।