৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ নভেম্বর ৩০

প্রতিবেদক
সোমবার, ৩০ নভেম্বর , ২০২০ ৫:০০

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
🏏টেস্টঃ ৩০-১১-২০১৮- ওয়েস্ট ইন্ডিজ- ইনিংস এবং ১৮৪ রানে জয়।
🏏পুরুষ ওয়ানডেঃ ৩০/১১/২০০৬- জিম্বাবুয়ে- ৯ উইকেটে জয়।
•৩০/১১/২০১২- ওয়েস্ট ইন্ডিজ- ৭ উইকেটে জয়।
🏏নারী টি-টোয়েন্টিঃ ৩০/১১/২০১৬ – পাকিস্তান -৯ উইকেটে হার।

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ
🧭•১৯২৮↓
·ডন ব্র‍্যাডমানের অভিষেক· ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে মাত্র ১৮ ও ১ রান করেছিলেন পরবর্তীতে টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা বনে যাওয়া এই ব্যাটসম্যান! তখন মাত্র ২০ বছর বয়সী ছিলেন ডন। ম্যাচটি ৬৭৫ রানের বিশাল ব্যবধানে হেরে যাত্রা শুরু হয়েছিলো ব্যাডম্যানের।

⏰•১৯৯৮↓
·দেশের বাইরে জিম্বাবুয়ের প্রথম· পেশোয়ারে পাকিস্তানকে সাত উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেশের বাইরে জিম্বাবুয়ের প্রথম টেস্ট ম্যাচ জয়। নেইল জনসন, হেনরি ওলোঙ্গা, পমি মবাংওয়া, মুরারী গুডউইনের ব্যাটিং-বোলিং দৃঢ়তায় বিদেশের মাটিতে ১৫ তম টেস্ট ম্যাচে এসে জয় তুলে নিতে সক্ষম হয় দলটি। সিরিজের বাকী দুই টেস্ট বৃষ্টি – কুয়াশার বাগড়ায় ঠিকভাবে মাঠেই গড়াতে পারেনি। যার ফলে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ নেয় জিম্বাবুয়ে।

⏰•১৯৯৮↓
·ক্যারিবিয়ানদের বিপক্ষে আফ্রিকানদের প্রথম জয়· দু’দলের মাঝে দ্বিতীয় দেখা ছিলো সেটি, শন পোলকের তান্ডবে প্রথম টেস্ট জয় তুলে নিতে সক্ষম হয় সাউথ আফ্রিকা। পরবর্তীতে পাঁচ ম্যাচের সিরিজটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সাউথ আফ্রিকা! ম্যাচে পোলক ১০৩ রানে ৯ উইকেট নিয়েছিলেন। এই টেস্টেই শন পোলক তার ক্যারিয়ারের ১০০০’তম টেস্ট রান ও ১০০’তম টেস্ট উইকেট লাভ করেন। মাত্র ২৬ ম্যাচে এই রেকর্ড দখলে নেন তিনি। ইয়ান বোথাম (২১), ভিনু মানকড় (২৩) ও কপিল দেব(২৫) এর আগে এই রেকর্ড স্পর্শ করেছিলেন।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
•′·১৮৪৯ ·উইলিয়াম হার্ন ·ইংল্যান্ড
১৮৫৭ ·রবার্ট অ্যাবেল ·ইংল্যান্ড
১৯০৭ ·জন আর্নল্ড ·ইংল্যান্ড
১৯২৩ ·রিচার্ড গেইল ·জ্যামাইকা
১৯৪১ ·লিওনার্ড জন ·অস্ট্রেলিয়া
১৯৪৬ ·প্রসাদ ভার্মা ·ভারত
১৯৪৬ ·জন ওয়াদসোর্থ ·নিউজিল্যান্ড
১৯৬১ ·অ্যালান হ্যাগো ·স্কটল্যান্ড
১৯৬৮ ·মোহাম্মদ হারুনুর ·বাংলাদেশ
১৯৭১ ·হীথ ডেভিস ·নিউজিল্যান্ড
১৯৭৩ ·জেরেমি পল ·আয়ারল্যান্ড
১৯৭৫ ·ক্রিস্টোফার গ্যাফেনি(আম্পায়ার) ·নিউজিল্যান্ড
১৯৭৭ ·বুদ্ধদেব ব্যানার্জি ·মেক্সিকো
১৯৮৪ ·সমিত প্যাটেল ·ইংল্যান্ড
১৯৮৬ ·রাহুল শর্মা ·ভারত
১৯৮৭ ·রমিজ শাহজাদ ·আরব আমিরাত
১৯৮৮ ·ফিলিপ জুয়েল হিউজ ·অস্ট্রেলিয়া
১৯৯১ ·মোহাম্মদ নাসির হোসাইন ·বাংলাদেশ
১৯৯২ ·আফতাব আলম ·আফগানিস্তান

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
•·•১৯১৫ ·ফ্রেড্রিক জেমস ·সাউথ আফ্রিকা
১৯৮৩ ·জর্জ হেডলী ·ওয়েস্ট ইন্ডিজ
২০০৫ ·ডেনিস থমসন ·সাউথ আফ্রিকা
২০০৯ ·আসিম বাট ·স্কটল্যান্ড
২০১২ ·আতহার জাইদী ·ভারত
২০১২ ·মুনির মালিক ·পাকিস্তান

💯আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেনঃ
১৯৪৬ •লিন্ডসে হ্যাসেট ·অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
১৯৫৭ •ম্যারি ডুগ্যান ·ইংল্যান্ড 🆚 নিউজিল্যান্ড (নারী)
১৯৬২ •ব্রায়ান বুথ ·অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
১৯৭৫ •লরেন্স রোয়ে ·ওয়েস্ট ইন্ডিজ 🆚 অস্ট্রেলিয়া
১৯৭৫ •আলভিন কালিচরণ ·ওয়েস্ট ইন্ডিজ 🆚 অস্ট্রেলিয়া
১৯৯২ •ডেভিড বুন ·অস্ট্রেলিয়া 🆚 ওয়েস্ট ইন্ডিজ
১৯৯৫ •ইজাজ আহমেদ ·পাকিস্তান 🆚 অস্ট্রেলিয়া
১৯৯৫ •গ্যারি কার্স্টেন ·সাউথ আফ্রিকা 🆚  ইংল্যান্ড
১৯৯৬ •ডারিল কুলিনান ·সাউথ আফ্রিকা 🆚 ভারত
১৯৯৬ •গ্যারি কার্স্টেন ·সাউথ আফ্রিকা 🆚  ভারত
১৯৯৭ •ম্যাট হর্নে ·নিউজিল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
২০০০ •চার্লট এডওয়ার্ডস ·ইংল্যান্ড 🆚  নেদারল্যান্ডস
২০০১ •স্টিভেন ফ্লেমিং ·নিউজিল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
২০০১ •লো ভিনসেন্ট ·নিউজিল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
২০০২ •গ্র‍্যান্ট ফ্লাওয়ার ·জিম্বাবুয়ে 🆚 পাকিস্তান
২০০২ •ফয়সাল ইকবাল ·পাকিস্তান 🆚 জিম্বাবুয়ে
২০০৩ •ক্রিস্টোফার গেইল ·ওয়েস্ট ইন্ডিজ 🆚 জিম্বাবুয়ে
২০০৬ •মোহাম্মদ ইউসুফ ·পাকিস্তান 🆚 ওয়েস্ট ইন্ডিজ
২০০৬ •মোহাম্মদ হাফিজ ·পাকিস্তান 🆚 ওয়েস্ট ইন্ডিজ
২০০৬ •শাহরিয়ার নাফীস ·বাংলাদেশ 🆚 জিম্বাবুয়ে
২০০৭ •শিভনারায়ণ চন্দরপল ·ওয়েস্ট ইন্ডিজ 🆚 জিম্বাবুয়ে
২০০৭ •ওয়াসিম জাফর ·ভারত 🆚 পাকিস্তান
২০০৮ •ব্র‍্যাড হ্যাডিন ·অস্ট্রেলিয়া 🆚  নিউজিল্যান্ড
২০০৮ •মিচেল ক্লার্ক ·অস্ট্রেলিয়া 🆚 নিউজিল্যান্ড
২০১৪ •খুররাম খান ·আরব আমিরাত 🆚 আফগানিস্তান
২০১৪ •নওরোজ মাঙ্গল ·আফগানিস্তান 🆚 আরব আমিরাত
২০১৪ •আসাদ শফিক ·পাকিস্তান 🆚 নিউজিল্যান্ড

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
•→• ১৯৬৯ ·ইরাপল্লি প্রসন্ন ·ভারত 🆚 অস্ট্রেলিয়া
১৯৬৯ ·বিষান সিং বেদী ·ভারত 🆚 অস্ট্রেলিয়া
১৯৬৯ ·অ্যাশলে ম্যালেট ·অস্ট্রেলিয়া 🆚 ভারত
১৯৮০ ·ডেনিস লিলী ·অস্ট্রেলিয়া 🆚 নিউজিল্যান্ড
১৯৮০ ·ক্রিস কেয়ার্ন্স ·নিউজিল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
১৯৮২ ·জেফ থমসন ·অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
১৯৮৫ ·রিচার্ড হ্যাডলী ·নিউজিল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
১৯৯৬ ·কোর্টনি ওয়ালশ ·ওয়েস্ট ইন্ডিজ 🆚 অস্ট্রেলিয়া
১৯৯৬ ·ক্রিস কেয়ার্ন্স ·নিউজিল্যান্ড 🆚 পাকিস্তান
১৯৯৭ ·ফ্রেড্রিকা আউডল্ফ ·নেদারল্যান্ডস 🆚 শ্রীলঙ্কা (নারী)
১৯৯৮ ·জেসন গিলেস্পী ·অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
২০০০ ·অ্যাশলে গিলস ·ইংল্যান্ড 🆚 পাকিস্তান
২০০০ ·সারাহ কোলিয়ার ·ইংল্যান্ড 🆚 নেদারল্যান্ডস (নারী)
২০০১ ·চামিন্দা ভাস ·শ্রীলঙ্কা 🆚 ওয়েস্ট ইন্ডিজ
২০০২ ·ক্রেইগ হোয়াইট ·ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
২০০৮ ·মুত্তিয়া মুরালিধরন ·শ্রীলঙ্কা 🆚 জিম্বাবুয়ে

, ,

মতামত জানান :