২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ ৬ ডিসেম্বর

প্রতিবেদক
রবিবার, ৬ ডিসেম্বর , ২০২০ ৬:০০

▪ব্রায়ান লারার টেস্ট ক্রিকেটে প্রথম দিন-
টেস্ট ক্রিকেটে তার রয়েছে ২৫২ ইনিংসে ১১৯৯৩ রান। রয়েছে টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংস, এমনকি স্বীকৃত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ব্যাক্তি ইনিংসের রেকর্ড। ব্যাটিংয়ের এই রাজকুমার সর্বপ্রথম আজকের দিনেই নেমেছিলেন টেস্ট ক্রিকেট খেলতে৷ ১৯৯০ সালের আজকের এইদিনে পাকিস্তানের বিপক্ষে অভিষিক্ত সেই ইনিংসে ব্রায়ান লারার ব্যাট থেকে এসেছিলো ৪৪ রান।

🇧🇩আজকের দিনে বাংলাদেশের ম্যাচ-
১. ০৬-১২-২০১০ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (ওয়ানডে)
ফলাফলঃ ৫৮ রানে জয়
২. ০৬-১২-২০১০ বাংলাদেশ বনাম পাকিস্তান (ওয়ানডে)
ফলাফলঃ ৬৫ রানে পরাজয়

আজকের দিনে যাদের জন্ম:
১৮৭৩ – রবার্ট গ্লিসন – দক্ষিণ আফ্রিকা।
১৮৮২ – ওয়ারেন বার্ডসলি – অস্ট্রেলিয়া।
১৮৮৯ – জর্জ স্ট্রিট – ইংল্যান্ড।
১৯০৯ – অ্যালান ম্যাকিলভরে – অস্ট্রেলিয়া।
১৯১৪ – সিরিল ওয়াশব্রুক – ইংল্যান্ড।
১৯৩৩ – জিম পথক্যারি – দক্ষিণ আফ্রিকা।
১৯৪৬ – ফ্রাঙ্ক হেইস – ইংল্যান্ড।
১৯৪৯ – পিটার উইলি – ইংল্যান্ড।
১৯৪৯ – ব্রেন্ডা উইলিয়ামস – দক্ষিণ আফ্রিকা।
১৯৫৫ – ম্যালকম জার্ভিস – জিম্বাবুয়ে।
১৯৬৫ – গ্রেইম হিউজেস – অস্ট্রেলিয়া।
১৯৬০ – কেরি সৌন্দর্স – অস্ট্রেলিয়া।
১৯৬৮ – জোই গোস – অস্ট্রেলিয়া।
১৯৭১ – আলফ্রেড আর্চার – ইংল্যান্ড।
১৯৭৬ – আলি আসাদ – পাকিস্তান।
১৯৭৭ – অ্যান্ড্রু ফ্লিনটফ – ইংল্যান্ড।
১৯৭৭ – ডিওয়াল্ড প্রিটোরিয়াস – দক্ষিণ আফ্রিকা।
১৯৮২ – শন আরভিন – জিম্বাবুয়ে।
১৯৮৮ – রবীন্দ্র জাদেজা – ভারত।
১৯৮৯ – নাসির জামশেদ – পাকিস্তান।
১৯৯১ – করুণ নায়ার – ভারত।
১৯৯৩ – জসপ্রীত বুমরাহ – ভারত।
১৯৯৪ – শ্রেয়াস আইয়ার – ভারত।
১৯৯৬ – গ্লেন ফিলিপস – নিউজিল্যান্ড।

▪আজকের দিনে সেঞ্চুরি-
১৯৩২-মনসুর আলি খান পতৌদি (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৬১- কেন ব্যারিংটন (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৬১- টেড ডেক্সটার (ইংল্যান্ড বনাম ভারত)
১৯৬৩- ব্রায়ান বুথ (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৭৭- সুনীল গাভাস্কার (ভারত বনাম অস্ট্রেলিয়া)
১৯৮৯- জাভেদ মিঁয়াদাদ (পাকিস্তান বনাম ভারত)
১৯৮৯- শুয়েভ মোহাম্মদ (পাকিস্তান বনাম ভারত)
১৯৯০- কার্ল হুপার (ওয়েস্ট-ইন্ডিজ বনাম পাকিস্তান)
১৯৯৩- রোশন মহানামা (শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড)
১৯৯৯- রাসেল আর্নল্ড (শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে)
২০১২- অ্যালিস্টার কুক (ইংল্যান্ড বনাম জিম্বাবুয়ে)
২০১৩- ব্র‍্যাড হ্যাডিন (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০১৩- মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০১৩- ড্যারেন ব্র‍্যাভো (ওয়েস্ট-ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড)
২০১৫- অজিঙ্কা রাহানে (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৬- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড)
২০১৭- ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা বনাম ভারত)
২০১৮- চাতেশ্বর পূজারা (ভারত বনাম অস্ট্রেলিয়া)
২০১৮- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড বনাম পাকিস্তান)

▪আজকের দিনে ৫ উইকেট-
১৯৩২- হ্যারল্ড লারউড (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৫২- ডউগ রিং (অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা)
১৯৫১- মিল মেল্লে (দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া)
১৯৫৯- ফজল মাহমুদ (পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া)
১৯৭৮- ভাগবত চন্দ্রশেখর (ভারত বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
১৯৯৩- ওয়াকার ইউনুস (পাকিস্তান বনাম জিম্বাবুয়ে)
১৯৯৬- ক্রিস হ্যারিস (নিউজিল্যান্ড বনাম পাকিস্তান)
১৯৯৭- কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা বনাম ভারত)
১৯৯৭- সাকলাইন মুস্তাক (পাকিস্তান বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
২০০১- অনিল কুম্বলে (ভারত বনাম ইংল্যান্ড)
২০০৯- জহির খান (ভারত বনাম শ্রীলঙ্কা)
২০০৯- সুলেইমান বেন (ওয়েস্ট-ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
২০০৯- মোহাম্মদ আসিফ (পাকিস্তান বনাম নিউজিল্যান্ড)
২০১৭- মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)

▪আজকের দিনে যাদের মৃত্যু:
১৯৪০ – চার্লস হাইম – বারমুডা।
২০১০ – টি. ই. শ্রীনিবাসন – ভারত।

মতামত জানান :