১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিন: ডিসেম্বর – ২৭

প্রতিবেদক
Arfin Rupok
রবিবার, ২৭ ডিসেম্বর , ২০২০ ৬:২৮

স্মৃতির পাতা উল্টিয়ে দেখতে গেলে চোখে পড়ে ক্রিকেটের জানা অজানা নানান ঘটনা। স্মৃতিগুলো মনে করিয়ে দেয় অনেক রেকর্ডের কথা। আজ যেমন বিশ্ব মেতেছে বক্সিং ডে টেস্টে। ঠিক তেমনি আগেও ক্রিকেটে মাততো ক্রিকেটাররা। রেকর্ড ভেঙ্গে তারাও গড়েছেন নতুন রেকর্ড, কেউবা রেকর্ডেড জন্ম দিয়ে রয়েছেন স্মৃতির পাতায়। আজকের গল্পে দেখে নিবো আজকের দিনের জানা অজানা নানান ঘটনাগুলো…

ডেনিস লিলির বিশ্ব রেকর্ড:
রেকর্ড তৈরি হয় ভাঙ্গার জন্যই। ঠিক তেমনি ১৯৮১ সালের আজকের দিনে টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ডের জন্ম দিয়েছিল অস্ট্রেলিয়ার পেসার ডেনিস লিলি। হয়েছিলেন তৎকালীন সময়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ডিলি টেস্ট ক্যারিয়ারে ৩৫৫ উইকেট শিকার করে সেই সময় শীর্ষ ছিলো। যেটি পরবর্তী সময়ে নিজের দখলে নিয়েছিলেন ইয়ান বোথাম।

গ্রাহাম ম্যাকেঞ্জির রেকর্ড বোলিং:
টেস্ট ক্রিকেটে ১৯৬৮ সালের আজকের দিনে ব্যক্তিগত সাফল্যে আরো একটি নতুন পাতা যুক্ত করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার গ্রাহাম ম্যাকেঞ্জি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসে মাত্র ৭১ রানে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি, যা ম্যাকেঞ্জির ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।

অ্যাশলে মলেটের রেকর্ড বোলিং:
টেস্ট ক্রিকেটে আজকের দিনটি যেনো বোলারদের দখলে ছিলো। গ্রাহামের পী আজকের দিনে বোলিং তাণ্ডব চালিয়েছিলেন অস্ট্রেলিয়ার অফ স্পিনার অ্যাশলে মলেট। ১৯৭২ সালের আজকের দিনে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৫৯ রানে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। যা টেস্ট ক্রিকেটে তার সেরা বোলিং ফিগার।

আজকের দিনে যাদের জন্ম:

  • ১৮৬১ সাল – উইলিয়াম চ্যাটারটন – ইংল্যান্ড।
  • ১৮৬৫ সাল – হ্যারি বাট – ইংল্যান্ড।
  • ১৯২৫ সাল – গ্লেনডন গিবস – ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৪০ সাল – ডেভিড শেফার্ড – ইংল্যান্ড।
  • ১৯৫৩ সাল – কেভিন রাইট – অস্ট্রেলিয়া।
  • ১৯৫৭ সাল – ব্রুস ব্লেয়ার – নিউজিল্যান্ড।
  • ১৯৬২ সাল – ললিথামনা ফার্নান্দো – শ্রীলঙ্কা।
  • ১৯৬২ সাল – মনসুর রানা – পাকিস্তান।
  • ১৯৬৪ সাল – ডেভিড টিকোলো- কেনিয়া।
  • ১৯৬৫ সাল – গামিনি বিক্রমাসিংহে – শ্রীলঙ্কা।
  • ১৯৬৫ সাল – মিরিয়াম গ্রেলে – আয়ারল্যান্ড।
  • ১৯৯১ সাল – এভিন লুইস – ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৯৩ সাল – নিতিশ রানা – ভারত।

আজকের দিনে যাদের মৃত্যু:

  • ১৯৯৪ সাল – পিটার মে – ইংল্যান্ড।
  • ২০১০ সাল – কিথ অ্যান্ড্রু – ইংল্যান্ড।

আজকের দিনে পাঁচ উইকেট:

  • ১৯২৭ সাল – জর্জ গিয়েরি – ইংল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ১৯২৭ সাল – ওয়ালি হ্যামন্ড – ইংল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ১৯৩০ সাল – বুস্টার নুপেন – দ. আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ১৯৪৯ সাল – কিথ মিলার – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা।
  • ১৯৬১ সাল – ফ্রাঙ্ক ক্যামেরন – নিউজিল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ১৯৬৭ সাল – রুসি সুর্তি – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৬৮ সাল – গ্রাহাম ম্যাকেঞ্জি – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৬৯ সাল – ইরাপল্লী প্রসন্ন- ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৭৪ সাল – অ্যান্ডি রবার্টস – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।
  • ১৯৭৯ সাল – কপিল দেব – ভারত বনাম পাকিস্তান।
  • ১৯৮১ সাল – ডেনিস লিলি – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ
  • ১৯৮৬ সাল – শিবলাল যাদব – ভারত বনাম শ্রীলঙ্কা।
  • ১৯৮৭ সাল – ক্রেগ ম্যাকডারমট – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড।
  • ১৯৯০ সাল – ব্রুস রিড – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯৯২ সাল – অ্যালান ডোনাল্ড – দ. আফ্রিকা বনাম ভারত।
  • ১৯৯৪ সাল – শেন ওয়ার্ন – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ১৯৯৪ সাল – ফ্যানি ডি ভিলিয়ার্স – দ. আফ্রিকা – নিউজিল্যান্ড।
  • ১৯৯৬ সাল – অ্যালান ডোনাল্ড – দ. আফ্রিকা বনাম ভারত।
  • ১৯৯৬ সাল – গ্লেন ম্যাকগ্রা – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ২০০০ সাল – মুরালিধরন – শ্রীলঙ্কা বনাম দ. আফ্রিকা।
  • ২০০০ সাল – অ্যান্ডি – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ২০০০ সাল – দিলহারা ফার্নান্দো – শ্রীলঙ্কা বনাম দ. আফ্রিকা।
  • ২০০৩ সাল – মাখায়া এনটিনি – দ. আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ২০০৩ সাল – শোয়েব আকতার – পাকিস্তান বনাম নিউজিল্যান্ড।
  • ২০০৮ সাল – মুরালিধরন – শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ।
  • ২০০৮ সাল – ডেল স্টেইন – দ. আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।
  • ২০০৮ সাল – সাকিব আল হাসান – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা।
  • ২০১০ সাল – ডেল স্টেইন – দ. আফ্রিকা বনাম ভারত।
  • ২০১১ সাল – চনকা ওয়েলেগেদারা – শ্রীলঙ্কা বনাম দ. আফ্রিকা।
  • ২০১১ সাল – মার্চেন্ট ডি ল্যাঞ্জ – দ. আফ্রিকা বনাম শ্রীলঙ্কা।
  • ২০১৩ সাল – মিচেল জনসন – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ২০১৩ সাল – ডেল স্টেইন – দ. আফ্রিকা বনাম ভারত।
  • ২০১৬ সাল – লাকমল – শ্রীলঙ্কা বনাম দ. আফ্রিকা।
  • ২০১৭ সাল – মরকেল – দ. আফ্রিকা বনাম জিম্বাবুয়ে।
  • ২০১৭ সাল – কেশব মহারাজ – দ. আফ্রিকা বনাম জিম্বাবুয়ে।
  • ২০১৮ সাল – বোল্ট – নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
  • ২০১৮ সাল – ডুয়ান অলিভিয়ের – দ. আফ্রিকা বনান পাকিস্তান।

আজকের দিনে সেঞ্চুরি:

  • ১৯১৩ সাল – উইলফ্রেড রোডস – ইংল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ১৯২৪ সাল – ফ্রাঙ্ক ওলি – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৩৫ সাল – ডুডলি নার্স – দ. আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৩৮ সাল – এরিক ডাল্টন – দ. আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ১৯৪৮ সাল – লেন হাটন – ইংল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ১৯৪৮ সাল – সিরিল ওয়াশব্রুক – ইংল্যান্ড বনাম দ. আফ্রিকা।
  • ১৯৫২ সাল – রাসেল এনডিন – দ. আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৫৭ সাল – রিচি বেনো – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা।
  • ১৯৬১ সাল – জন উইতে – দ. আফ্রিকা বনাম নিউজিল্যান্ড।
  • ১৯৬৬ সাল – ডেনিস লিন্ডসে – দ. আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৬৮ সাল – বিল লরি – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট-ইন্ডিজ।
  • ১৯৬৮ সাল – ইয়ান চ্যাপেল – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৬৮ সাল – এনিড বেকওয়েল – ইংল্যান্ড প্রমীলা বনাম অস্ট্রেলিয়া প্রমীলা।
  • ১৯৭৫ সাল – ইয়ান রেডপাথ – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট-ইন্ডিজ।
  • ১৯৭৬ সাল – ডগ ওয়াল্টার্স – অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।
  • ১৯৮০ সাল – ডগ ওয়াল্টার্স – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড।
  • ১৯৮১ সাল – গুন্ডাপ্পা বিশ্বনাথ – ভারত বনাম ইংল্যান্ড।
  • ১৯৮৪ সাল – অ্যান্ড্রু হিলডিচ – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৮৪ সাল – রবি শাস্ত্রী – ভারত বনাম ইংল্যান্ড।
  • ১৯৮৫ সাল – গ্রেগ মেথ্যুজ – অস্ট্রেলিয়া বনাম ভার‍ত।
  • ১৯৮৬ সাল – ক্রিস ব্রড – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৮৭ সাল – গাস লোগি – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।
  • ১৯৮৭ সাল – কার্ল হুপার – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভার‍ত।
  • ১৯৯০ সাল – ডেভিড গাওয়ার – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৯২ সাল – অ্যালান বোর্ডার -অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ১৯৯২ সাল – মার্ক ওয়াহ – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট-ইন্ডিজ।
  • ১৯৯৫ সাল – ডেভিড বোন – অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা।
  • ১৯৯৫ সাল – স্টিভ ওয়াহ – অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা।
  • ১৯৯৭ সাল – রিকি পন্টিং – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা।
  • ১৯৯৮ সাল – অ্যালেক স্টিওয়ার্ট – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ১৯৯৯ সাল – নাসের হুসাইন – ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা।
  • ২০০০ সাল – স্টিভ ওয়াহ – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ২০০০ সাল – নাথান অ্যাসলে – নিউজিল্যান্ড বনাম জিম্বাবুয়ে।
  • ২০০০ সাল – ক্রেইগ ম্যাকমিলান – নিউজিল্যান্ড বনাম জিম্বাবুয়ে।
  • ২০০৩ সাল – মেথ্যু হেইডেন – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ২০০৩ সাল – রিকি পন্টিং – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ২০০৩ সাল – হার্শেল গিবস – দ. আফ্রিকা বনাম ওয়েস্ট-ইন্ডিজ।
  • ২০০৪ সাল – জ্যাক ক্যালিস – দ. আফ্রিকা বনাম ইংল্যান্ড।
  • ২০০৫ সাল – মাইক হাসি – অস্ট্রেলিয়া বনাম দ. আফ্রিকা।
  • ২০০৬ সাল – মেথ্যু হেইডেন – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ২০০৬ সাল – অ্যাশওয়েল প্রিন্স দ. আফ্রিকা বনাম ভার‍ত।
  • ২০০৬ সাল – এন্ড্রু সাইমন্ডস – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
  • ২০০৭ সাল – শিভনারায়ন চন্দরপল – ওয়েস্ট ইন্ডিজ বনাম দ. আফ্রিকা।
  • ২০১০ সাল – জনাথন ট্রট – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ২০১১ সাল – থিলান সামারিবিরা – শ্রীলঙ্কা বনাম দ. আফ্রিকা
  • ২০১২ সাল – মাইকেল ক্লার্ক – অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা।
  • ২০১৪ সাল – ফাফ ডু প্লেসিস – দ. আফ্রিকা বনাম ওয়েস্ট-ইন্ডিজ।
  • ২০১৪ সাল – স্টিভেন স্মিথ – অস্ট্রেলিয়া বনাম ভারত।
  • ২০১৫ সাল – এ্যাডাম ভোজেস – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ২০১৫ সাল – স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
  • ২০১৬ সাল – আজাহার আলী – পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া।
  • ২০১৭ সাল – অ্যালিস্টার কুক – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
  • ২০১৮ সাল – চেতেশ্বর পুজারা – ভারত বনাম অস্ট্রেলিয়া।
  • ২০১৯ সাল – ট্রেভিস হেড – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড।

,

মতামত জানান :