৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ জানুয়ারি ১৪

প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি , ২০২১ ৭:০২

আজকের দিনটি মনে করিয়ে দেয় অনেক পুরোনো স্মৃতি, ফিরিয়ে নিয়ে যায় প্রথম কিছুতে, আবার কারো জন্মদিনের শুভেচ্ছা নিয়ে হাজির হয়। মৃত্যুগুলো যেনো শোকে পরিণত হয়; সেঞ্চুরি আর পাঁচ উইকেট গুলো ফিরে দেখা হয় নতুন করে। চলুন দেখে আসি…

🔘আজকের দিনে বাংলাদেশ ক্রিকেট:

২০০৯ – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – বাংলাদেশ ৫ উইকেটে জয়ী। (ওয়ানডে)

২০১৭ – বাংলাদেশ বনাম দ. আফ্রিকা – দ. আফ্রিকা ১৭ রানে জয়ী। (মেয়েদের ওয়ানডে)

২০০৫ – বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে – ড্র(টেস্ট)

🔘জো ডার্লিংয়ের ব্যাটে প্রথম:
১৮৯৮ সালের ঘটনা; টেস্ট ক্রিকেট তখন বেশকিছুটা এগিয়েছিলো। কিন্তু ছক্কা হাঁকানোর রেকর্ড কেউ করতে পারেনি তখনো। অবশেষে অস্ট্রেলিয়ার ওপেনার জো ডার্লিং ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর ম্যাচে টেস্ট ইতিহাসের প্রথম ছক্কা উপহার দেন, ম্যাচে তিন ছক্কায় ১৭৮ রান করেছিলেন জো।

🔘আজকের দিনে যাদের জন্ম:

১৯০১ – জর্জ গ্ল্যাডস্টোন – ওয়েস্ট ইন্ডিজ।
১৯২০ – ডন বিয়ার্ড – নিউজিল্যান্ড।
১৯৩৭ – কেন হিগস – ইংল্যান্ড।
১৯৬৯ – মার্টিন বিকনেল – ইংল্যান্ড।
১৯৬৯ – পল টেরি – ইংল্যান্ড।
১৯৭৯ – ড্যারেন গঙ্গা – ওয়েস্ট ইন্ডিজ।
১৯৮৯ – ইকবাল হোসাইন – কাতার।
১৯৮৯ – জনসন চার্লস – ওয়েস্ট ইন্ডিজ।

🔘আজকের দিনে যাদের মৃত্যু:

১৯৪৮ – জন রিচার্ড রিড – দক্ষিণ আফ্রিকা।

🔘আজকের দিনে পাঁচ উইকেট:

১৯৩৩ – টিম ওয়াল – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
১৯৬১ – ডেভিডসন – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
১৯৬২ – টনি লক – ইংল্যান্ড বনাম ভারত।
১৯৬৩ – ফ্রেড টিটমাস – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
১৯৬৪ – চান্দু বোর্দে – ভারত বনাম ইংল্যান্ড।
১৯৬৪ – জো প্যাট্রিজ – দ. আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া।
১৯৭১ – জন স্নো – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
১৯৭৫ – অ্যান্ডি রবার্টস – ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত।
১৯৭৭ – ইমরান খান – পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া।
১৯৮৬ – গিলবার্ট – অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড।
১৯৮৭ – জন এম্বুরি – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
১৯৮৮ – নরেন্দ্র হিরওয়ানি – ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ।
১৯৮৯ – কার্টলি অ্যামব্রোস – ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া
১৯৯৬ – অটিস গিবসন – ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা।
২০০৫ – ব্র্যাড হগ – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০১০ – ডেল স্টেইন – দ. আফ্রিকা বনাম ইংল্যান্ড।
২০১২ – ঊমেশ যাদভ – ভারত বনাম অস্ট্রেলিয়া।
২০১৫ – ডেভিড উইসে – দ. আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০১৫ – জোশ ডেভি – স্কটল্যান্ড বনাম আফগানিস্তান।

🔘আজকের দিনে সেঞ্চুরি:

১৮৯৫ – ফ্রাঙ্ক আয়ারডেল – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
১৮৯৮ – জো ডার্লিং – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
১৯০৮ – ক্লেম হিল – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
১৯০৮ – রজার হার্টিগ্যান – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
১৯২১ – হার্বি কলিন্স – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
১৯৬১ – সাঈদ আহমেদ – পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া।
১৯৬৭ – চান্দু বোর্দে – ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ।
১৯৮২ – গুন্ডাপ্পা বিশ্বনাথ – ভারত বনাম ইংল্যান্ড।
১৯৮২ – যশপাল শর্মা – ভারত বনাম ইংল্যান্ড।
১৯৮৫ – গ্রেইম ফাওলার – ইংল্যান্ড বনাম ভারত।
১৯৯০ – মার্ক টেলর – অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।
১৯৯৬ – গ্যারি কার্স্টেন – দ. আফ্রিকা বনাম ইংল্যান্ড।
২০০১ – মার্ক ওয়াহ – অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ।
২০০৬ – আফ্রিদি – পাকিস্তান বনাম ভারত।
২০০৬ – মোহাম্মদ ইউসুফ – পাকিস্তান বনাম ভারত।
২০০৬ – আকমল – পাকিস্তান বনাম ভারত।
২০১০ – রিকি পন্টিং – অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।
২০১০ – মাইকেল ক্লার্ক – অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান।
২০১৭ – টম লাথাম – নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ।
২০১৮ – অ্যারোন ফিঞ্চ – অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড।
২০১৭ – জেসন রয় – ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া।
২০২০ – অ্যারোন ফিঞ্চ – অস্ট্রেলিয়া বনাম ভারত।
২০২০ – ডেভিড ওয়ার্নার – অস্ট্রেলিয়া বনাম ভারত।

মতামত জানান :