৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১৮ জনের দল, নতুন মুখ হাসান ও শরীফুল

প্রতিবেদক
শনিবার, ১৬ জানুয়ারি , ২০২১ ৪:২৪

উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ঘোষণা করা হয়েছে চূড়ান্ত বাংলাদেশ দল। দলের মোট সদস্যসংখ্যা ১৮ জন। ৬ পেসার নিয়ে ঘোষিত দলে নতুন তিন মুখ।

প্রথমবারের মতো ওয়ানডে একাদশে ডাক পাওয়া তিনজন হলেনঃ পেসার হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম এবং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

এই সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। একই সঙ্গে এই সিরিজ দিয়ে স্থায়ীভাবে অধিনায়কত্ব শুরু করবেন তামিম ইকবাল খান।

১৮ সদস্যের বাংলাদেশ দলঃ

১।তামিম ইকবাল
২।সাকিব আল হাসান
৩।নাজমুল হোসেন শান্ত
৪। মুশফিকুর রহিম
৫।মোহাম্মদ মিঠুন
৬।লিটন কুমার দাস
৭।মাহমুদউল্লাহ
৮।আফিফ হোসেন ধ্রুব
৯। তাইজুল ইসলাম
১০।সৌম্য সরকার
১১। রুবেল হোসেন
১২। তাসকিন আহমেদ
১৩। শরিফুল ইসলাম
১৪। হাসান মাহমুদ
১৫।মোহাম্মদ সাইফউদ্দিন
১৬।মোস্তাফিজুর রহমান
১৭।মেহেদী হাসান মিরাজ
১৮।শেখ মেহেদী হাসান

আগামী ২০ জানুয়ারি মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ২৫ জানুয়ারি তৃতীয় ম্যাচ হবে চট্টগ্রামে।

মতামত জানান :