১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটখোর গ্রুপের ৮ম জন্মবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
ডেস্ক নিউজ
মঙ্গলবার, ১৯ জানুয়ারি , ২০২১ ৯:১৯

গত ১৫ই জানুয়ারি, ২০২১ মিরপুর Roof 360 Restaurant & Party Center এ অনুষ্ঠিত হয়েছিলো ক্রিকেটখোরের ৮ম জন্মবার্ষিকী অনুষ্ঠান। সকাল ৯ টায় শুরু হওয়া এই অনুষ্ঠান শেষ হয়েছিলো বিকাল ৫ টায়। গ্রুপের নিবেদিত প্রাণরা হাজির হয়েছিলো ক্রিকেটখোরের এই মিলন মেলায়। সাথে উপস্থিত ছিলেন গীতিকার, সাংবাদিক ও ঢাকাপোস্ট ডট কম এর এন্টারটেইনমেন্ট হেড রবিউল ইসলাম জীবন, যমুনা টিভির ক্রীড়া সাংবাদিক সৈয়দ আবিদ হুসাইন সামি এবং ক্রিকেটার এলিস আল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা এ কে এম কাউসার সহ বেশকিছু সিনিয়র এডমিন। গেস্ট, এডমিন সহ সবমিলিয়ে প্রায় ৫০ জনের অধিক ক্রিকেটখোর উপস্থিত ছিলেন জন্মদিনের এই অনুষ্ঠানে।

২০২১ সালের জন্মদিন প্রোগ্রামে সম্মাননা দেওয়া হয়েছিলো গত বছরের কার্যক্রম অনুসারে। বিচারক প্যানেলে ছিলেন কাউসার, মাহবুব এলাহি, ফয়জুল নয়ন, মোহাম্মদ সাইফুল ইসলাম, ফিরোজ মাহমুদ এবং ফাইজা সুলতানা। এই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন মাহবুব এলাহি এবং ফাইজা সুলতানা।

এছাড়াও মনোনীত করা বেশকিছু ক্রিকেটখোরকে দেওয়া হয়েছিলো ক্রেস্ট এবং ক্রিকেটখোরের সার্টিফিকেট।

সম্মাননাসমূহ:

সেরা দেশী বোলার: শুভ সরকার।
সেরা দেশী ব্যাটসম্যান: ইমামুল হক।
সেরা বোলার (বিদেশ): মোঃ বিলাল হোসাইন।
সেরা ব্যাটসম্যান (বিদেশ): আরমান হোসাইন বিন সরকার।
সেরা ক্রিকেটার: মোঃ দিনারুল ইসলাম।

সেরা (বিদেশ) জোন: কাতার।
সেরা (দেশী) জোন: কুমিল্লা।
সেরা সিপিএল: ঢাকা।
সেরা এডমিন: মাহবুব এলাহি।
সেরা লেখক: এলাহি মেহরাব।
ক্রিকেটখোর অব দ্যা ইয়ার: ফয়জুল ইসলাম নয়ন।
ইমার্জিং ক্রিকেটখোর: মোঃ রিয়াদ হাসান রিয়াজ।


সেরা সিরিজ: ক্রিকেট ইতিহাসে আজকের দিন।

টপ কন্ট্রিবিউটর:

  • ফাইজা সুলতানা।
  • ফিরোজ মাহমুদ।
  • আল আরফিন রুপক।
  • মোহাম্মদ কাউসার।

এছাড়া ‘ক্রিকেটখোর হল অব ফেমে’ ভূষিতরা হলেনঃ

  • একেএম কাউসার।
  • শেখ জুমন আহম্মেদ।
  • আবিদ ফাহাদ।
  • শাহরিয়ার আমির।

মতামত জানান :