ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের বাংলাদেশ করে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
দিনের শুরুতেই আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলপতি মমিনুল হক সৌরভ। ওপেনিংয়ে তামিমের সাথে ক্রিজে আসেন সাদমান! ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় মাত্র ২৩ রান।ব্যাক্তিগত ৯ রানে তামিম ফেরার পর ওপেনিং জুটির পতন ঘটে বাংলাদেশের। এরপর শান্ত-সাদমান মিলে বড় রানের আশা জাগালেও রান আউটের ফাদে পড়ে শান্ত সাজঘরে ফিরেন ব্যাক্তিগত ২৫ রানে।এরপর দলীয় অধিনায়ক মমিনুল ও সাদমান গড়েন ৫৩ রানের পার্টনারশিপ। ব্যাক্তিগত ২৬ রানে বাংলাদেশ দলপতি মমিনুল হক সাজঘরে ফিরলে বাংলাদেশ তাদের তৃতীয় উইকেটটি হারায়।
নিজের অভিষেক টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি করার পর টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম অনিক। ব্যাট হাতে ৫৯ রান করে সাদমান সাজঘরে ফিরলে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন ঘটে। এরপর দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক-সাকিব মিলে গড়েন ৫৯ রানের দুর্দান্ত পার্টনারশিপ। ব্যাক্তিগত ৩৮ রানে মুশফিকুর রহিম প্যাভিলিয়ন ফিরলে বাংলাদেশ তাদের পঞ্চম উইকেটটি হারায়।এরপর অভিজ্ঞ সাকিব আল হাসান ও উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস মিলে নিজেদের সহজাত ব্যাটিং করে দিনের শেষ পর্যন্ত খেলে আসেন।
সংক্ষিপ স্কোরঃ-
বাংলাদেশ ২৪২/৫ (৯০.০)
সাদমান ইসলাম ৫৯(১৫৪) রান, সাকিব আল হাসান ৩৯(৯২)* রান ও মুশফিকুর রহিম ৩৮(৬৯) রান।
জুমেল ওয়ারিকান ৩/৫৮, কিমার রোচ ১/৪৪।
দ্বিতীয় দিনের খেলা শুরু হবে আগামীকাল সকাল ৯:৩০ মিনিটে।