১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ ফেব্রুয়ারী ১১

প্রতিবেদক
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি , ২০২১ ৮:০০

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
•পুরুষ ওয়ানডেঃ
২০০৩- কানাডা- ৬০ রানে পরাজয়।
২০১০- নিউজিল্যান্ড- ৩ উইকেটে পরাজয়।
•টেস্টঃ
২০২১- ওয়েস্ট ইন্ডিজ- ১৭ রানে পরাজয়।
•নারী ওয়ানডেঃ
২০১৭- সাউথ আফ্রিকা- ৬ উইকেটে পরাজয়।

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ

•১৮৫১↓
→অস্ট্রেলিয়ায় প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ। ল্যাঞ্চেস্টন রেসকোর্স গ্রাউন্ডে তাসমানিয়া এবং ভিক্টোরিয়ার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রায় হাজারখানেক দর্শকের উপস্থিতিতে হওয়া ম্যাচটিতে ৩ উইকেটে জয়লাভ করে তাসমানিয়া।

•১৯৪৮↓
→ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক ফ্র‍্যাঙ্ক ওরেলের অভিষেক।
→একই টেস্টে, ইংল্যান্ডের উইকেটকিপার এবং মেকশিফট ওপেনার বিলি গ্রিফিথ অভিষেকে ১৪০ রানের ইনিংস খেলেন। তিনি আরেক অভিষিক্ত ফ্র‍্যাঙ্ক ওরেলের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে আউট হন। দ্বিতীয় ইনিংসে ৪ রান করার পর তাকে তার নিয়মিত ব্যাটিং অর্ডার লোয়ারে নামিয়ে দেয়া হয়, তার ক্যারিয়ারে তিনি নিয়মিত ৮/৯ নম্বরে ব্যাট করেছেন।

•২০০৩↓
→২৪ বছর পর বিশ্বকাপে খেলতে আসা একটি দলের বিপক্ষে টেস্ট খেলুড়ে দেশের পরাজয়! যদিও এটি কোনো অঘটনের মতো ঘটনা ছিলো না। তখন পর্যন্ত ৬৩টি একদিবসী ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পাওয়া বাংলাদেশ মোকাবেলা করেছিলো কানাডাকে। ১৮০ রানে কানাডাকে বেধে রাখতে পারলেও পরবর্তীতে নিজেরাই মাত্র ১২০ রানে অল আউট হয়। যা মুল কৃতিত্ব পেসার অস্টিন কড্রিংটনের, যিনি ২৭ রানে ৫ উইকেট নিয়ে একাই টাইগারদের ধ্বসিয়ে দিয়েছিলেন।

•২০০৩↓
→প্রথমে বুকি, এরপর নার্স, সবশেষে ড্রাগস! অস্ট্রেলিয়া সেদিন বিশ্বকাপের সফলতার দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছিলো, অপরদিকে দিনের সকালবেলায় হ্যাটট্রিক স্ক্যান্ডালের লজ্জা নিয়ে দেশে ফেরেন শেন ওয়ার্ন! দ্রুতই কাঁধের ইঞ্জুরি থেকে সেরে ওঠা ওয়ার্ন ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন! ওয়ার্ন তার অপরাধ স্বীকার করে নেন, বলেন যে তার মায়ের পরামর্শে নিষিদ্ধ ড্রাগস নিয়েছিলেন তিনি। তার মা চেয়েছিলো ইঞ্জুরি থেকে সেরে উঠার পর ওয়ার্নকে যাতে ক্যামেরার সামনে ভালো দেখায়, সেজন্যেই ছেলেকে বিপথে ঠেলে দেন। এসব কারণ অজি ক্রিকেট বোর্ডকে শান্ত রাখতে পারেনি, ফলশ্রুতিতে সকল ধরনের ক্রিকেট থেকে একবছরের নিষেধাজ্ঞা পান শেন ওয়ার্ন।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
•১৮৯১ ·জন হিয়ার্নি •ইংল্যান্ড
•১৯৩৭ ·বিল লরি •অস্ট্রেলিয়া
•১৯৩৭ ·পিটার ল্যাশলি •ওয়েস্ট ইন্ডিজ
•১৯৩৮ ·বেভান কংডন •নিউজিল্যান্ড
•১৯৬৯ ·নাইজেল লং •ব্রিটিশ আম্পায়ার
•১৯৭০ ·এলিস্টার ব্রাউন •ইংল্যান্ড
•১৯৮১ ·কন ডে ল্যাং •স্কটল্যান্ড
•১৯৮৩ ·মজিদ হক •স্কটল্যান্ড
•১৯৮৬ ·আতিফ আলি খান •সংযুক্ত আরব আমিরাত
•১৯৯৪ ·নাভিদ বালৌচ •ইরান
•২০০২ ·করবিন লিবেনবার্গ •আইসলে অফ ম্যান

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
•১৯৯৬ ·সাইরিল পুলি •ইংল্যান্ড
•২০০৩ ·রমেশ দিভেচা •ভারত

💯আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেনঃ
•১৯২১ ·উইলিয়াম মেকপিস •ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•১৯৪৮ ·চার্লি গ্রিফিথ •ইংল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৬৪ ·কলিন ক্রাউডে •ইংল্যান্ড 🆚 ভারত
•১৯৬৪ ·কলিন ব্ল্যান্ড •সাউথ আফ্রিকা 🆚 অস্ট্রেলিয়া
•১৯৬৬ ·কেন ব্যারিংটন •ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•১৯৭৭ ·সুনীল গাভাস্কার •ভারত 🆚 ইংল্যান্ড
•১৯৮৪ ·জন রাইট •নিউজিল্যান্ড 🆚 ইংল্যান্ড
•১৯৮৪ ·জেফ ক্রো •নিউজিল্যান্ড 🆚 ইংল্যান্ড
•১৯৮৪ ·সন্ধ্যা আগারওয়াল •ভারত 🆚 অস্ট্রেলিয়া (নারী)
•১৯৮৯ ·মার্টিন ক্রো •নিউজিল্যান্ড 🆚 পাকিস্তান
•১৯৯৩ ·নবজিত সিং সিধু •ভারত 🆚 ইংল্যান্ড
•১৯৯৫ ·জিমি এডামস •ওয়েস্ট ইন্ডিজ 🆚 নিউজিল্যান্ড
•১৯৯৫ ·জুনিয়র মুরারি •ওয়েস্ট ইন্ডিজ 🆚 নিউজিল্যান্ড
•২০০৩ ·এন্ড্রু সাইমন্ডস •অস্ট্রেলিয়া 🆚 পাকিস্তান
•২০০৪ ·কারেন রোল্টন •অস্ট্রেলিয়া 🆚 নিউজিল্যান্ড (নারী)
•২০০৫ ·হার্শেল গিবস •সাউথ আফ্রিকা 🆚 ইংল্যান্ড
•২০০৭ ·কুমার সাঙ্গাকারা •শ্রীলঙ্কা 🆚 ভারত
২০১০ ·ইমরুল কায়েস •বাংলাদেশ 🆚 নিউজিল্যান্ড
•২০১৫ ·সুজি বেটস •নিউজিল্যান্ড 🆚 ইংল্যান্ড (নারী)
•২০১৮ ·ব্রেন্ডন টেইলর •জিম্বাবুয়ে 🆚 আফগানিস্তান
•২০১৯ ·জো রুট •ইংল্যান্ড ওয়েস্ট 🆚 ইন্ডিজ
•২০১৯ ·ড্যান ভ্যান নিকার্ক •সাউথ আফ্রিকা 🆚 শ্রীলঙ্কা (নারী)
•২০২০ ·আকিব ইলিয়াস •ওমান 🆚 সংযুক্ত আরব আমিরাত
•২০২০ ·জিশান মাকসুদ •ওমান 🆚 সংযুক্ত আরব আমিরাত
•২০২০ ·লোকেশ রাহুল •ভারত 🆚 নিউজিল্যান্ড

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
•১৯৩৪ ·হেডলী ভেরেটি •ইংল্যান্ড 🆚 ভারত
•১৯৫০ ·মিচেল মেলে •সাউথ আফ্রিকা 🆚 অস্ট্রেলিয়া
•১৯৫৩ ·ধাত্তু পাড়কার •ভারত 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৫৩ ·এডি ফুলার •সাউথ আফ্রিকা 🆚 অস্ট্রেলিয়া
•১৯৫৯ ·কোলি স্মিথ •ওয়েস্ট ইন্ডিজ 🆚 ভারত
•১৯৭৮ ·ক্রিস ওল্ড •ইংল্যান্ড 🆚 নিউজিল্যান্ড
•১৯৮১ ·কপিল দেব •ভারত 🆚 অস্ট্রেলিয়া
•১৯৮৫ ·ওয়াসিম আকরাম •পাকিস্তান 🆚 নিউজিল্যান্ড
•১৯৯৪ ·ওয়াসিম আকরাম •পাকিস্তান 🆚 নিউজিল্যান্ড
•১৯৯৪ ·সাইমন ডৌল •নিউজিল্যান্ড 🆚 পাকিস্তান
•২০০৩ ·অস্টিন কডরিংটন •কানাডা 🆚 বাংলাদেশ

,

মতামত জানান :