ওয়ানডে এবং টি-২০ সিরিজ খেলতে তামিম-ফিজরা নিউজিল্যান্ডে। এদিকে ঘরের মাঠে আগমন ঘটেছে টিম আয়ারল্যান্ড উলভস দলের। বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনেই টাইগারদের দাপট। তানভীর-সাইফের বোলিংয়ে ১৫১ রানে অলআউট হয়েছে সফরকারী আয়ারল্যান্ড উলভস দল।
এর আগে চট্টগ্রামে দিনের শুরুতেই টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আয়ারল্যান্ড উলভস দলের অধিনায়ক হেরি টেকটর। ওপেনিংয়ে ব্যাটিং করতে ক্রিজে আসেন জেমস ম্যাককুলাম ও জেরমি লাওলর! ওপেনিং জুটিতে ৩৪ রান যোগ করার পরপরই আয়ারল্যান্ড শিবিরে আঘাত আনেন বা-হাতি স্পিনার তানভীর ইসলাম। ব্যাক্তিগত ১৯ রানে ফিরিয়ে দেন ওপেনার জেমস ম্যাককুলামকে।
এরপর ক্রিজে আসেন স্টিপেন ডয়েনি! তানভিরের পরপরই আয়ারল্যান্ড শিবিরে আঘাত আনেন খালেদ আহমেদ! ব্যাক্তিগত ১৩ রানে ফিরিয়ে দেন আরেক ওপেনার জেরমি লাওলরকে। এরপর ক্রিজে আসেন অধিনায়ক হ্যারি টেকটর! ব্যাক্তিগত শূন্য রানে তানভীর ইসলামের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন আইরিশ ক্যাপ্টেন। এরপর ক্রিজে আসেন ক্রোটিস ক্যাম্পার! ক্যাম্পার ক্রিজে আসার পরই নিজের উইকেট হারান স্টিপেন ডহেনি! ব্যাক্তিগত ১৪ রানে এবাদতের বলে সাজঘরে ফিরেন স্টিপেন ডহেনি।
৫ম উইকেট জুটিতে ক্যাম্পার-টাকার মিলে ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে তুলছিলেন। ঠিক সেই সময়ই বোলিংয়ে এসে ব্রেক-থ্রো দেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান! ব্যাক্তিগত ২০ রানে লরকান টাকারকে সাজঘরে ফেরান সাইফ হাসান। এরপর ক্রিজে আসেন মার্ক এডার! ব্যাক্তিগত ৯ রানে মার্ক এডারকে ফিরিয়ে ইনিংসে নিজের তৃতীয় উইকেট শিকার করেন সাইফ হাসান।
এডারের পর ক্রিজে আসেন গ্যারেথ ডিলানি! ডিলানি ক্রিজে আসার পরপরই ক্যাম্পারকে সাজঘরের পথ দেখান সাইফ হাসান! ক্রোটিস ক্যাম্পার ফিরেন ব্যাক্তিগত ৩৮ রানে। ডিলানিকে ব্যাক্তিগত ৫ রানে ফিরিয়ে চতুর্থ ও গ্রাহাম হোমকে ফিরিয়ে ইনিংসে নিজের পাঁচ উইকেট শিকার করেন তানভীর ইসলাম। শেষেরদিকে এসে জোনাথন গার্থকে ফেরান এবাদত হুসাইন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
আয়ারল্যান্ড উলভস ১৫১/১০ (৬৭)
কোর্টিস ক্যাম্পার ৩৮(৯২), লরকান টাকার ২০(৫৯) ও জেমস ম্যাককুলাম ১৯(৫৭) রান।
তানভীর ইসলাম ৫/৫৫, সাইফ হাসান ২/১৫, এবাদত ২/৩২ ও খালেদ আহমেদ ১/২০।