নবম বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টের দ্বিতীয় ম্যাচে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ নীল দল ও বাংলাদেশ সবুজ দল। একপেশে ম্যাচ ৯ উইকেটে জিতে নিয়েছে সালমা-জাহানারার বাংলাদেশ নীল দল।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নীল দলের অধিনায়ক সালমা।
সবুজ পিচে দলের বোলাররা ঝলক দেখাতে বেশী সময় নেয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলে আগের ম্যাচের বিস্ময়বালিকা বাঁহাতি মিডিয়াম পেসার ফারিহা তৃষ্ণা সুমাইয়াকে এলবিডব্লুর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান, ম্যাচে আর কোনো উইকেট না পেলেও দারুণ ইকোনোমিকাল বোলিং করেছেন তৃষ্ণা । দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করে সবুজ দল। অধিনায়ক সারমিন সাথে সানজিদাকে নিয়ে ২৬ রানের জুটি গড়েন। ১১তম ওভারে এসে সানজিদাকে ১৪ রানে ফেরান সালমা খাতুন। ১৮তম ওভারে মুর্শিদা-রাবেয়ার যৌথ প্রচেষ্টায় রান আউট হয়ে ফেরেন সবুজ দলের সর্বোচ্চ স্কোরার সারমিন। এরপরের গল্পটা শুধুই মুমতা হেনার। নিজের তৃতীয় ওভারে এসে প্রথম সাফল্য পান তিনি। নিয়মিত বিরতিতে এক স্পেলে তুলে নেন চার-চারটি উইকেট। শেষদিকে সালমা এসে আরো একটি উইকেট পান। আর জাহানারা এসে বাকী দুই উইকেট নিয়ে মাত্র ৮৩ রানেই সবুজ দলের ইনিংসের সমাপ্তি ঘটান। সবুজ দলের সারমিন, রুমানা, সানজিদা, দিশা বাদে কেউই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেনি।
৮৪ রানের টাগেটে ধীরেসুস্থে খেলতে থাকেন দুই অপেনার মুর্শিদা-শামীমা। ৫৮ রানের মাথায় মুর্শিদা আউট হন সানজিদা মেঘলার বলে। বাকী পথ পাড়ি দিতে কোনো সমস্যা হয়নি ফারজানা-শামীমার। ২২.৩ ওভারে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। দলের সর্বোচ্চ স্কোরার শামীমা ৩০* রান করেন।
দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচ অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ডানহাতি অফ-ব্রেক বোলার মুমতা হেনা।
এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করলো সালমার নীল দল। অন্যদিকে বাকী দু’দলই তাদের প্রথম দুই ম্যাচে হেরেছে, যার ফলে বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে অঘোষিত সেমিফাইনালে লড়বে সবুজ দল ও লাল দল। ১২ তারিখ শুক্রবার ফাইনালের মাধ্যমে পর্দা নামবে নবম বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টের।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
প্রথম ইনিংস: বাংলাদেশ সবুজ দলঃ ৮৩-১০(৩৯.৫)
সারমিন সুলতানা-১৯; সানজিদা ইসলাম- ১৪
রুমানা আহমেদ- ১২; দিশা বিশ্বাস- ১২
মুমতা হেনাঃ ১০-১-২২-৪; জাহানারা আলমঃ ৬.৫-০-২৬-২
ফারিহা তৃষ্ণাঃ ৭-৪-৮-১; সালমা খাতুনঃ ৮-৫-৮-২
•
দ্বিতীয় ইনিংস: বাংলাদেশ নীল দলঃ৮৫-১(২২.৩)
শামীমা সুলতানা- ৩০* ; মুর্শিদা খাতুন- ২৪; ফারজানা হক- ২১*
সানজিদা মেঘলাঃ ৫.৩-০-১৫-১; খাদিজাতুল কোবরাঃ ৮-৩-১৫-০
ফলাফলঃ নীল দল ৯ উইকেটে জয়ী।