🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
পুরুষ ওয়ানডেঃ ২০০৪- জিম্বাবুয়ে- ৮ উইকেটে জয়।
পুরুষ টি-টোয়েন্টিঃ ২০১৮- শ্রীলঙ্কা- ৫ উইকেটে জয়।
⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ
•১৯৭০↓
→সাউথ আফ্রিকার এক রাজকীয় ব্যাচের শুরু না হতেই সমাপ্তি! ব্যারি রিচার্ডস, এডি বারলো, ডেনিস লিন্ডসে, মাইক প্রোক্টার, লি এরভিন, পোলকদের নিয়ে গড়া ঐ একাদশ ছিলো অপ্রতিরোধ্য। তারা জানতোও না যে এতো অল্প সময়েই তাদের রাজত্ব সমাপ্তি ঘটবে। তাদের নিয়ে গড়া দলটি সাউথ আফ্রিকার প্রথম হোয়াইটওয়াশ সিরিজের সাক্ষী ছিলো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐ সিরিজের চার ম্যাচে যথাক্রমে ১৭০ রান, ইনিংস ও ১২৯ রান, ৩০৭ রান, ৩২৩ রানের বড়সড় ব্যবধানে জিতেছিলো সাউথ আফ্রিকা। রিচার্ডস ও এরভিন তাদের শেষ ইনিংসে সেঞ্চুরি করেছিলো, প্রোক্টার নিয়েছিলো ৯ উইকেট, পিটার পোলক হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে নিজের ক্যারিয়ারের শেষ ওভারটি সমাপ্ত করতে পারেননি। তাদের আর কখনো একসাথে টেস্ট না খেলতে পারার কারণঃ উক্ত সিরিজের পরের ২২ বছরে সাউথ আফ্রিকা আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি, বলা যায় একপ্রকার আইসোলেশনে ছিলো তাদের টেস্ট ক্রিকেট।
•১৯৭৪↓
→ক্ল্যাসিক ক্যারিবীয় ব্যাটসম্যান লরেন্স রোয়ে’র ত্রি-শতক। বার্বাডোসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে এই ত্রিপল সেঞ্চুরি হাঁকান তিনি। ৪৩০ বলে ৩০২ রানের ইনিংসটিতে ছিলো ৩৬ চার ও ১ ছয়ের মার। এটি ছিলো তার ক্যারিয়ারের ১১তম শতক। ম্যাচে টনি গ্রেইগ প্রথম ইংলিশম্যান হিসেবে একই টেস্টে সেঞ্চুরি এবং শতক করার রেকর্ড করেন। ম্যাচটি ড্র হয়। লরেন্স রোয়ে’র ক্যারিয়ার ছিলো অন্যরকমঃ প্রথম ১৩ টেস্টে তিনি ৬টি শতক করেছিলেন, এভারেজ ছিলো ৭০; কিন্তু শেষ ১৭ টেস্টে মাত্র ১ শতকে এভারেজ ছিলো ২৬!
•১৯৮২↓
→সেলিম মালিক, মাত্র ১৮ বছর ৩২৮ দিন বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরির রেকর্ড গড়েন। সেলিমের রেকর্ড এরপর আরো দুই ভেঙ্গেছে। প্রথমে জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং তারপর বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল এই রেকর্ড ভাঙ্গেন, এখনো অ্যাশের দখলে রয়েছে এই রেকর্ড!
•২০০২↓
→এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্রীলঙ্কা। ফাইনালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে মোহাম্মদ সামীর হ্যাটট্রিকের পরও নিজের ২০তম টেস্ট ম্যাচে প্রথম দ্বি-শতক হাঁকান কুমার সাঙ্গাকারা, তার ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ২৯৪ রানের বড়সড় লিড পায় শ্রীলঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ইনজামাম-উল-হক ৯৯ রান করেন, শহীদ আফ্রিদি করেন ৭০; যার ফলে ৩২৪ রান করতে সক্ষম হয় পাকিস্তানিরা। যার সুবাদে শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় ৩২ রান! সহজেই ম্যাচটি জিতে নেয় শ্রীলঙ্কা।
•২০০৯↓
→সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের পর ফিরতি সিরিজে আফ্রিকানদের হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়ার। ঘরের মাঠে সিরিজে ডাক দিয়ে ক্যারিয়ার শুরু করা ফিলিপ হিউজ ফিরতি সেই সিরিজে ডারবান টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিল। শেষ টেস্টে ৫৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছিলো সাউথ আফ্রিকা। সাইমন ক্যাটিচ (যিনি সেঞ্চুরিও হাঁকিয়েছেন উক্ত টেস্টে) ও পিটার সিডল ৩ উইকেট করে নিয়ে অস্ট্রেলিয়াকে ১৭৫ রানে জয়লাভ করাতে অবদান রাখেন। ২-০ তে সিরিজ জিতে ফেরে সফরকারী অজিরা।
•২০১০↓
→নিজের ৭২তম জন্মদিনে পাকস্তানের তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট ইজাজ বাট পাকিস্তান ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কঠোর(অথবা হাস্যকর) পদক্ষেপ নিয়েছিলেন। ২০০৯-১০ সিজনে অস্ট্রেলিয়া সফরে দল সুপার-ডুপার ফ্লপ এবং ভেতরের বিভিন্ন উল্টাপাল্টা কর্মকান্ডের রেশ ধরে বেশ কয়েকটি হাস্যকর পদক্ষেপ নিয়েছিলো। ইউনিস খান এবং মোহাম্মদ ইউসুফকে অনির্দিষ্টকালের জন্য পাকিস্তান ক্রিকেট থেকে নিষিদ্ধ করেন, শোয়েব মালিক এবং রানা নাভিদ-উল-হাসানকে একবছরের জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন ; মাঠের বাইরের বিভিন্ন কান্ডের জন্য শহীদ আফ্রিদি ও উমর-কামরান আকমলদের ২-৩ মিলিয়ন রুপি জরিমানা করেছিলো এবং ছয়মাসের জন্য স্থগিত নিষেধাজ্ঞা প্রদান করেন।
🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
→১৯০৬ ·বার্টো বার্লেট •ওয়েস্ট ইন্ডিজ
•১৯২৮ ·আর্থার মিল্টন •ইংল্যান্ড
•১৯৩৮ ·ইজাজ বাট •পাকিস্তান
•১৯৬৪ ·গ্রেগ ক্যাম্পবেল •অস্ট্রেলিয়া
•১৯৭৯ ·ফাওয়াদ আহমেদ •অস্ট্রেলিয়া
•১৯৮৭ ·সুরাঙ্গা লাকমাল •শ্রীলঙ্কা
•১৯৯০ ·মোহাম্মদ আব্বাস •পাকিস্তান
•১৯৯০ ·শফিক শরিফ •মালয়েশিয়া
•১৯৯৯ ·ওয়াকাস খান •হংকং
⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
→২০০৯ ·ডেনিস বেগবি •সাউথ আফ্রিকা
💯আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেনঃ
•১৮৮২ ·জর্জ উল্যেট •ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•১৯০৬ ·মেটল্যান্ড হ্যাথ্রন •সাউথ আফ্রিকা 🆚 ইংল্যান্ড
•১৯৩৯ ·বিল এডরিচ •ইংল্যান্ড 🆚 সাউথ আফ্রিকা
•১৯৬২ ·গারফিল্ড সোবার্স •ওয়েস্ট ইন্ডিজ 🆚 ভারত
•১৯৭২ ·বেভান কংডন •নিউজিল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৭৪ ·গ্লেন টার্নার •নিউজিল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•১৯৭৮ ·জিওফ হাওয়ার্থ •নিউজিল্যান্ড 🆚 ইংল্যান্ড
•১৯৮২ ·সেলিম মালিক •পাকিস্তান 🆚 শ্রীলঙ্কা
•১৯৮৫ ·সন্ধ্যা আগারওয়াল •ভারত 🆚 নিউজিল্যান্ড (নারী)
•১৯৯৭ ·রমেশ কালুইথারানা •শ্রীলঙ্কা 🆚 নিউজিল্যান্ড
•২০০৪ ·ম্যাথু হেইডেন •অস্ট্রেলিয়া 🆚 শ্রীলঙ্কা
•২০০৫ ·বিরেন্দর শেবাগ •ভারত 🆚 পাকিস্তান
•২০০৫ ·হ্যামিশ মার্শাল •নিউজিল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•২০০৬ ·বোয়েটা ডিপেনার •সাউথ আফ্রিকা 🆚 অস্ট্রেলিয়া
•২০০৯ ·কেভিন পিটারসেন •ইংল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•২০১১ ·তিলকারত্মে দিলশান •শ্রীলঙ্কা 🆚 জিম্বাবুয়ে
•২০১১ ·উপুল থারাঙ্গা •শ্রীলঙ্কা 🆚 জিম্বাবুয়ে
•২০১২ ·জ্যাক রুডলফ •সাউথ আফ্রিকা 🆚 নিউজিল্যান্ড
•২০১৩ ·মোহাম্মদ আশরাফুল •বাংলাদেশ 🆚 শ্রীলঙ্কা
•২০১৩ ·মুশফিকুর রহিম •বাংলাদেশ 🆚 শ্রীলঙ্কা
•২০১৩ ·কলিন ইনগ্রাম •সাউথ আফ্রিকা 🆚 পাকিস্তান
•২০১৫ ·শিখর ধাওয়ান •ভারত 🆚 আয়ারল্যান্ড
•২০১৭ ·উপুল থারাঙ্গা •শ্রীলঙ্কা 🆚 বাংলাদেশ
•২০১৭ ·কেন উইলিয়ামসন •নিউজিল্যান্ড 🆚 সাউথ আফ্রিকা
•২০১৮ ·রোভমান পাওয়েল •ওয়েস্ট ইন্ডিজ 🆚 আয়ারল্যান্ড
•২০১৮ ·জনি বেয়ারস্টো •ইংল্যান্ড 🆚 নিউজিল্যান্ড
•২০১৯ ·শিখর ধাওয়ান •ভারত 🆚 অস্ট্রেলিয়া
•২০১৯ ·পিটার হ্যান্ডসকম্ব •অস্ট্রেলিয়া 🆚 ভারত
•২০১৯ ·কুইন্টন ডি কক •সাউথ আফ্রিকা 🆚 শ্রীলঙ্কা
5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
•১৯৫৬ ·টম ডেওডনি •ওয়েস্ট ইন্ডিজ 🆚 নিউজিল্যান্ড
•১৯৬০ ·ওয়েসলি হল •ওয়েস্ট ইন্ডিজ 🆚 ইংল্যান্ড
•১৯৬৯ ·প্রফ এডওয়ার্ডস •ওয়েস্ট ইন্ডিজ 🆚 নিউজিল্যান্ড
•১৯৬৯ ·এনিড ব্যাকওয়েল •ইংল্যান্ড 🆚 নিউজিল্যান্ড (নারী)
•১৯৭০ ·মাইক প্রোক্টার •সাউথ আফ্রিকা 🆚 অস্ট্রেলিয়া
•১৯৭১ ·এস ভেঙ্কটরাঘভন •ভারত 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৭৪ ·টনি গ্রেগ •ইংল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৭৬ ·ডেভিড হলফোর্ড •ওয়েস্ট ইন্ডিজ 🆚 ভারত
•১৯৮১ ·রিচার্ড হ্যাডলি •নিউজিল্যান্ড 🆚 ভারত
•১৯৮৫ ·সুয়ে রাত্তার •নিউজিল্যান্ড 🆚 ভারত (নারী)
•২০০৪ ·শেন ওয়ার্ন •অস্ট্রেলিয়া 🆚 শ্রীলঙ্কা
•২০০৬ ·শাহাদাত হোসাইন •বাংলাদেশ 🆚 শ্রীলঙ্কা
•২০১৭ ·কেশভ মহারাজ •সাউথ আফ্রিকা 🆚 নিউজিল্যান্ড
•২০১৭ ·রশিদ খান •আফগানিস্তান 🆚 আয়ারল্যান্ড
•২০১৯ ·প্যাট কামিন্স •অস্ট্রেলিয়া 🆚 ভারত