বৈশ্বিক কোভিড পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত হয়ে গেলো আয়ারল্যান্ড উলভসের বাংলাদেশ সফর। সফরে তারা ২টি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও নতুন সূচীতে ১টি ম্যাচ খেলেই বাংলাদেশ ত্যাগ করবে। মূলত বিপত্তি হয়েছে, তারা নিজ দেশে ফেরত যাওয়ার সময় আরব আমিরাতে ট্রানজিট হয়ে যাওয়ার কথা। আরব আমিরাত যেকোন সময় তাদের সরকারের ‘লাল তালিকা’ ভুক্ত হতে পারে। সেক্ষেত্রে ক্রিকেটার ও স্টাফদের বাধ্যতামূলক ১৪ দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকা লাগতে পারে। তা যেন না করতে হয়, সেজন্য আইরিশরা ১টি টি-টোয়েন্টি খেলেই দুদিন আগে বাড়ি ফিরে যাবে। আজ (১৪ মার্চ) ৫ম ওয়ানডের পরে ১৬ মার্চ মিরপুরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে।