১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ মার্চ ১৫

প্রতিবেদক
সোমবার, ১৫ মার্চ , ২০২১ ৪:১১

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
▫️টেস্ট(শততম): ২০১৭ বনাম শ্রীলঙ্কা -৪ উইকেটে জয়। {উইকেটঃ সাকিব- ২+৪, মুস্তাফিজ- ২+৩, মিরাজ- ৩+১।
রানঃ তামিম- ৪৯+৮২, সাব্বির- ৪২+৪১, সাকিব- ১১৬+১৫, মোসাদ্দেক- ৭৫+১৩, মুশফিক- ৫২+২৩।}

•নারী টি-টোয়েন্টিঃ
২০১৪ বনাম পাকিস্তান- ৩৪ রানে হার।
২০১৬ বনাম ভারত- ৭২ রানে হার।

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ
▪️১৮৭৭↓
→ক্রিকেটের রাজকীয় ফরম্যাট ‘টেস্ট’ এর যাত্রা শুরু। ১৫ই মার্চ ১৮৭৭ সালে শুরু হয় টেস্ট ক্রিকেটের যাত্রা, এদিনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, যদিও সেটি তাদের মুল দল ছিলো না। মূলত অল ইংল্যান্ড দল বনাম নিউ সাউথ ওয়েলস-ভিক্টোরিয়া একাদশের যৌথ দলের খেলা হয়েছিলো। অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান টেস্ট ক্রিকেটের প্রথম বল মোকাবেলা করেন, প্রথম বলটি করেন আলফ্রেড শ। এরপর যথাক্রমে প্রথম রান ও প্রথম সেঞ্চুরিও আসে ব্যানারম্যানের উইলো থেকে, ১৬৫ রান করে জর্জ উল্যেটের বলে আঙ্গুল ভেঙ্গে মাঠত্যাগ করেন তিনি। প্রথম উইকেট নেন অ্যালান হিল, প্রথম আউট হন নাট থম্পসন, ম্যাচটিতে পাঁচ উইকেট নিয়েছিলেন বিলি মিডউইন্টার। দলীয় রান ২৪৫ রানের ৬৭.৩% রানই করেন চার্লস, যেটি এখনো রেকর্ড! ম্যাচটিতে জয়ী হয় অস্ট্রেলিয়া, ৪৫ রানের ব্যবধানে। একই মাঠে ১০০ বছর পর প্রথম ম্যাচ সেলিব্রেশনের জন্য অনুষ্ঠিত ম্যাচে একই ব্যবধানে ইংলিশদের হারায় অজিরা!

•১৯৩৫↓
→জর্জ হেডলির টেস্ট ক্রিকেটের সেরা ম্যাচ। ম্যাচটিতে ইংল্যান্ডকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। সিরিজের প্রথম তিন ম্যাচ শেষে ১-১ মার্জিন নিয়ে জ্যামাইকায় সিরিজের শেষ টেস্ট খেলতে নামে দু’দল। ৩০ চারের সাহায্যে ৮.২৫ ঘন্টা ব্যাটিং করে হেডলি ২৭০ রান করেন, উক্ত প্র‍থম ইনিংসে ক্যারিবীয়রা ৫৩৫ রান করে থামে। এরপর ল্যারি কন্সট্যান্টাইন ও ম্যানি মার্টিন্ডাল ১৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৬১ রানের বড়সড় জয় এনে দেয়।

•১৯৯২↓
→বিশ্বকাপে নিউজিল্যান্ডের রেকর্ড টানা সপ্তম জয়। ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে তাদের দলীয় অবধান ছিলো দুর্দান্ত; দিপক প্যাটেল (১০-১-২৬-২), গ্যাভিন লারসেনদের (১০-৩-২৪-০) ইকোনমিক বোলিংয়ে পর মার্ক গ্রেটব্যাচ (৩৫) ও মার্টিন ক্রোয়ের (৭৮*) ব্যাটিংয়ে চড়ে সহজ জয় তুলে নেয় কিউইরা। তবে সেখানেই তাদের জয়রথ শেষ হয়। তিনদিন পর পাকিস্তান তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করে। এর তিনদিন পর সেমিফাইনালে পাকিস্তান আবারো নিউজিল্যান্ডকে অবিশ্বাস্যভাবে হারায়।

•১৯৯৫↓
→দেশের বাইরে ১৪ বছর পর ৩২তম ম্যাচে শ্রীলঙ্কা তাদের প্রথম টেস্ট জয় পায়! নেপিয়ারে নিউজিল্যান্ডকে ২৪১ রানে হারায় তারা। ম্যাচের প্রথম দিনে প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে অল আউট হলেও চামিন্দা ভাসের ঝলকে ৭৪ রানের লিড নিতে সক্ষম হয় শ্রীলঙ্কা। অভিষিক্ত চামারা দুনুসিংহে’র ৯১ রানের ইনিংসের সুবাদে কিউউদের বড়সড় টার্গেট দেয় শ্রীলঙ্কানরা। চতুর্থ ইনিংসে আবারো চামিন্দা ভাস ৫ উইকেট শিকার করেন, যার ফলে প্রথম শ্রীলঙ্কান হিসেবে এক টেস্ট ম্যাচে ১০ উইকেট শিকারের রেকর্ড অর্জন করেন ভাস। এরপর শেষদিনে সহজেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

•২০১৯↓
→বাংলাদেশ ক্রিকেটের কালো দিন। আজকের এই দিনে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শ্বেতাঙ্গ বন্ধুকধারী ব্রেন্টন হ্যারিসনের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহত হয় ৫১ জন মুসল্লি। বাংলাদেশ দলের ক্রিকেটাররা এর মধ্যে একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন। বিভিন্ন কারণে কিছুটা দেরীতে পৌছানোয় অল্পের জন্য ভয়াবহ এই হামলা থেকে রক্ষা পান আমাদের ক্রিকেটাররা। একজন মহিলা তাদেরকে মসজিদে যেতে নিষেধ করলে হামলায় সময় তামিম-মুশফিকেরা টিম বাসে অবস্থান করেন। সেখান থেকে তারা মাঠে অবস্থানরত বাংলাদেশী সাংবাদিকদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন, তারা দ্রুত সেখানে হাজির হয় এবং ক্রিকেটারদের মাঠে ফিরিয়ে নিয়ে যান। পরবর্তীতে সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসে তারা। এখনো সেই দুঃসহ স্মৃতি মনে করে কেঁপে ওঠেন তারা। পরবর্তীতে হামলাকারী ব্রেন্টনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিউই আদালত।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
▪️১৮৭৮ ·স্যামি কার্টার •অস্ট্রেলিয়া
•১৯৪০ ·শওকত বকশ •কানাডা
•১৯৫৩ ·কলিন ক্রফট •ওয়েস্ট ইন্ডিজ
•১৯৫৫ ·মহসিন খান •পাকিস্তান
•১৯৬২ ·ট্রেভর ফ্রাঙ্কলিন •নিউজিল্যান্ড
•১৯৬৪ ·আজহার হোসাইন •বাংলাদেশ
•১৯৭৩ ·রিচার্ড ক্যাটেলবোরো •ইংলিশ আম্পায়ার
•১৯৭৫ ·নিক স্ট্যাথাম •নেদারল্যান্ডস
•১৯৭৫ ·জেনেরিও টাকার •বার্মুডা
•১৯৭৯ ·সাইমান আনোয়ার •সংযুক্ত আরব আমিরাত
•১৯৭৯ ·কাইল মিলস •নিউজিল্যান্ড
•১৯৮৩ ·ররি ক্লেইনভেট •সাউথ আফ্রিকা
•১৯৮৩ ·বেন হিফেনহাউস •অস্ট্রেলিয়া
•১৯৮৫ ·আব্দুল শাকুর •সংযুক্ত আরব আমিরাত
•১৯৯০ ·মুসাওয়ার শাহ •কাতার
•১৯৯২ ·থিনলে জামশো •ভুটান
•১৯৯৩ ·ইহসান আদিল •পাকিস্তান
•১৯৯৬ ·আইনুল হাফিজ •মালয়েশিয়া
•১৯৯৭ ·সাবের জাখিল •বেলজিয়াম

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
▫️১৯৩৮ ·এডওয়ার্ড টাইলকোট •ইংল্যান্ড
•১৯৪০ ·পার্সি ম্যার •অস্ট্রেলিয়া
•২০১১ ·পিটার লোডার •ইংল্যান্ড

💯আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেনঃ
•১৮৭৭ ·চার্লস ব্যানারম্যান •অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
•১৯৫৮ ·ক্লাইড ওয়ালকট •ওয়েস্ট ইন্ডিজ 🆚 পাকিস্তান
•১৯৫৮ ·গ্যারফিল্ড সোবার্স •ওয়েস্ট ইন্ডিজ 🆚 পাকিস্তান
•১৯৬০ ·টেড ডেক্সটার •ইংল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৬০ ·সুবা রাও •ইংল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৬৫ ·দিলিপ সারদেসাই •ভারত 🆚 নিউজিল্যান্ড
•১৯৬৮ ·রোহান কানহাই •ওয়েস্ট ইন্ডিজ 🆚 ইংল্যান্ড
•১৯৬৮ ·সেমৌর নার্স •ওয়েস্ট ইন্ডিজ 🆚 ইংল্যান্ড
•১৯৭৯ ·অ্যালান বোর্ডার •অস্ট্রেলিয়া 🆚 পাকিস্তান
•১৯৮১ ·ভিভ রিচার্ডস •ওয়েস্ট ইন্ডিজ 🆚 ইংল্যান্ড
•১৯৮১ ·জন রাইট •নিউজিল্যান্ড 🆚 ভারত
•১৯৮২ ·গ্রায়েম উড •অস্ট্রেলিয়া 🆚 নিউজিল্যান্ড
•১৯৯৭ ·নবজোত সিং সিধু •ভারত 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৯৮ ·গ্র‍্যান্ট ফ্লাওয়ার •জিম্বাবুয়ে 🆚 পাকিস্তান
•২০০১ ·ম্যাথু সিনক্লেয়ার •নিউজিল্যান্ড 🆚 পাকিস্তান
•২০০২ ·গ্রাহাম থর্প •ইংল্যান্ড 🆚 নিউজিল্যান্ড
•২০০২ ·এন্ড্রু ফ্লিনটফ •ইংল্যান্ড 🆚 নিউজিল্যান্ড
•২০০৩ ·মারভান আতাপাত্তু •শ্রীলঙ্কা 🆚 জিম্বাবুয়ে
•২০০৪ ·কিরণ বালুচ •পাকিস্তান 🆚 ওয়েস্ট ইন্ডিজ (নারী)
•২০০৭ ·জেরেমি ব্রে •আয়ারল্যান্ড 🆚 জিম্বাবুয়ে
•২০১৫ ·উইলিয়াম পোর্টারফিল্ড •আয়ারল্যান্ড 🆚 পাকিস্তান
•২০১৫ ·সরফরাজ আহমেদ •পাকিস্তান 🆚 আয়ারল্যান্ড
•২০১৭ ·উইলিয়াম পোর্টারফিল্ড •আয়ারল্যান্ড 🆚 আফগানিস্তান

•২০১৮ ·ম্যাথু ক্রস •স্কটল্যান্ড 🆚 সংযুক্ত আরব আমিরাত
•২০২২ ·বাবর আজম •পাকিস্তান 🆚 অস্ট্রেলিয়া

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
•১৯৩৫ ·জর্জ পেইন •ইংল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৬৩ ·ফ্রেড ট্রুম্যান •ইংল্যান্ড 🆚 নিউজিল্যান্ড
•১৯৭৯ ·সরফরাজ নেওয়াজ •পাকিস্তান 🆚 অস্ট্রেলিয়া
•১৯৮২ ·ইকবাল কাসিম •পাকিস্তান 🆚 শ্রীলঙ্কা
•১৯৮৭ ·মার্টিন স্নেডেন •নিউজিল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•১৯৯০ ·রিচার্ড হ্যাডলি •নিউজিল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•১৯৯৫ ·মুত্তিয়া মুরালিধরন •শ্রীলঙ্কা 🆚 নিউজিল্যান্ড
•১৯৯৫ ·চামিন্দা ভাস •শ্রীলঙ্কা 🆚 নিউজিল্যান্ড
•১৯৯৭ ·হিথ ডেভিস •নিউজিল্যান্ড 🆚 শ্রীলঙ্কা
•১৯৯৮ ·ওয়াকার ইউনিস •পাকিস্তান 🆚 জিম্বাবুয়ে
•১৯৯৯ ·গ্লেন ম্যাকগ্রা •অস্ট্রেলিয়া 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•২০০০ ·কলিন মিলার •অস্ট্রেলিয়া 🆚 নিউজিল্যান্ড
•২০০১ ·হরভজন সিং •ভারত 🆚 অস্ট্রেলিয়া
•২০০৮ ·এমা স্যাম্পসন •অস্ট্রেলিয়া 🆚 নিউজিল্যান্ড (নারী)
•২০১৫ ·সুনে লাস •সাউথ আফ্রিকা 🆚 পাকিস্তান (নারী)

, , , ,

মতামত জানান :