প্রথম ম্যাচে বেশ খরুচে বোলিং করলেও উইকেট পেয়েছিলেন, ৪.২ ওভার বোলিং করে নিয়েছিলেন ১টি উইকেট। তবে উক্ত ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন তিনি, যার ফলে সিরিজের বাকী দুই ম্যাচে একাদশে বিবেচনায় ছিলেন না হাসান মাহমুদ। সেই পিঠের চোটই এবার কাল হলো তার জন্য।
আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩ ম্যাচের বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজে বাজেভাবে হারার পর টি-টোয়েন্টি সিরিজে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে টাইগাররা। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের পরবর্তী দুই ম্যাচ ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ, পুরোপুরি সেরে উঠতে পারেননি হাসান মাহমুদ। ফিটনেস টেস্টের ফলাফল আশানুরূপ না হওয়ার ফলে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ডেথ ওভারে দারুণ বোলিং করতে পারা এই গতিময় পেসার।
হাসানের পরিবর্তে এই সিরিজে অভিষেক ঘটতে পারেন শরিফুল ইসলামের।
আগেই ব্যক্তিগত কারণে সিরিজ থেকে ছুটি নেয়া তামিম ইকবালের সঙ্গে দেশে ফিরছেন তিনি। আগামীকাল রাত সাড়ে ১০টায় দেশে এসে নামবেন তারা দু’জনে।