১৯৮৩ – এন্টিগুয়ায় গ্রীনিজের করুণ সেঞ্চুরি। ডেসমন্ড হেইন্ড আর গর্ডন গ্রীনিজ মিলে ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে ২৯৬ রানের পার্টনারশিপ করেন। কিন্তু গ্রীনিজ রান যখন ১৫৪, তখন তিনি রিটায়ার্ড নিয়ে হাসপাতালে ছুটে যান তার বোনকে দেখতে। কিন্তু দুঃখজনক বিষয় তার দুইদিন পরেই গর্ডন গ্রীনিজের বোন মৃত্যুবরণ করে।
১৯২২ – সাউথ আফ্রিকান অলরাউন্ডার এন্টন মুরে এর জন্মদিন, তিনি একদন লোয়ার অর্ডার ব্যাটসম্যান সাথে একজন স্লো মিডিয়াম বোলার। তিনি তার দ্বিতীয় টেস্টে নয় নম্বরে নেমেই ৫১ রানের ইনিংস খেলে মেলবোর্নে। এন্টন মুরে এর সবচেয়ে সুন্দর ইনিংস ছিলো ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়। তিনি একই ম্যাচে তার একমাত্র সেঞ্চুরি এবং ৫ উইকেট শিকার করেন।
১৯০৫ – ওয়ালটার কেটনের জন্মদিন। যিনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২০০০০ রানেরও বেশি করেছেন এবং ইংল্যান্ডের হয়ে খেলেছেন দুই টেস্ট। ১৯৩৪ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় কেটনের। পাঁচ বছর পরে দ্য ওভালে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলেন তিনি। সেই একই বছর একই ভেন্যুতে তিনি তার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে সর্বোচ্চ রান করেন; নটসের হয়ে মিডলসেক্সের বিপক্ষে ৩১২ রান। ১৯৪০ সালে তিনি উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার হন। ১৯৮০ সালে নটিংহ্যামশায়ারে তিনি মৃত্যুবরণ করেন।
১৯৬৪ – ইয়ান হিলি নামক ডনের জন্মদিন। ১৯৮০-৯০ এর মৌসুমে ইয়ান হিলি অস্ট্রেলিয়ার উইকেট এর পেছনে দারুন ভূমিকা রাখে। তিনি শেন ওয়ার্ন এর কাছে ছিলেন একজন হাইয়েস্ট কোয়ালিটির উইকেটকিপার। অন্যদিকে তিনি ছিলে সাত নাম্বারে নামা একজন ভয়ানক কাউন্টার এটাক ব্যাটসম্যান। ১৯৯৯ সালে তিনি অবসরে চলে যান যখন তিনি বুঝতে পারেন যে তিনি তার জায়গা এডাম গিলক্রিস্ট এর কাছে হারাতে চলেছেন।
আজকের দিনে বাংলাদেশের খেলাঃ
১৯৯০ – বনাম অস্ট্রেলিয়া; ফলাফল ৭ উইকেট এ পরাজয়
আজকের দিনে যাদের জন্মদিনঃ
১৯৯৩ – এন্ডি ম্যাকব্রিন – আয়ারল্যান্ড
১৯৯১ – ড্যানি ব্রিগস – ইংল্যান্ড
১৯৮৭ – ক্রিস মরিস – সাউথ আফ্রিকা
১৯৮১ – গ্যারি স্নাইম্যান – নামিবিয়া
১৯৮১ – ব্রেন্ডন ডিয়ামানটি – নিউজিল্যান্ড
১৯২৩ – এলাম হুয়ারটন – ইংল্যান্ড
আজকের দিনে মৃত্য যাদেরঃ
২০০৭ – টম কার্টরাইট – ইংল্যান্ড
১৯৯৩ – এরিক রোয়ান – সাউথ আফ্রিকা
১৯৩১ – স্যামি উডস – অস্ট্রেলিয়া
১৯৯ – হ্যারি উড – ইংল্যান্ড
আজকের দিনে আন্তর্জাতিক সেঞ্চুরিঃ
২০১৭ – রোস্টন চেজ বনাম পাকিস্তান
২০০৬ – হাশিম আমলা বনাম নিউজিল্যান্ড
২০০৫ – এশওয়েল প্রিন্স বনাম উইন্ডিজ
২০০৫ – জ্যাক ক্যালিস বনাম উইন্ডিজ
১৯৯৫ – মার্ক ওয়াহ বনাম উইন্ডিজ
১৯৯৫ – স্টিভ ওয়াহ বনাম উইন্ডিজ
১৯৮৯ – রিচি রিচার্ডসন বনাম ভারত
১৯৮৯ – ভিভ রিচার্ডস বনাম ভারত
১৯৮৩ – ডেসমন্ড হেইন্স বনাম ভারত
১৯৮৩ – গর্ডন গ্রীনিজ বনাম ভারত
১৯৭৮ – ল্যারি গোমস বনাম অস্ট্রেলিয়া
আজকের দিনে আন্তর্জাতিক পাঁচ উইকেটঃ
১৯৮৯ – কপিল দেব বনাম উইন্ডিজ
১৯৮৫ – ম্যালকম মার্শাল বনাম নিউজিল্যান্ড