৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ মে ১৫

প্রতিবেদক
শনিবার, ১৫ মে , ২০২১ ৪:৫২

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
পুরুষ ওয়ানডে:
২০০৪- ওয়েস্ট ইন্ডিজ- ১ উইকেটে হার।
২০১৯- আয়ারল্যান্ড- ৬ উইকেটে জয় {রান- লিটন ৭৬, তামিম ৫৭, সাকিব ৫০; উইকেট- আবু জায়েদ }। পুরুষ টেস্ট: ২০২২- শ্রীলঙ্কা- ম্যাচটি চলমান

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ
•১৯৪৮↓
→আপনি যদি ভাবেন যে আধুনিক ক্রিকেট শুরুর দিনগুলি থেকে আক্রমনাত্মক খেলা হয়, তাহলে দেখুন: প্রথম শ্রেণীর ম্যাচে সাউদার্ন-অন-সি গ্রাউন্ডে আজকের দিনে এসেক্সের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ঝড়ো ৭২১ রান করে, যা ফার্স্ট-ক্লাস ক্রিকেটে এমন এক রেকর্ড যেটা কখনোই ভাঙবেনা মনে করা হয়! মাত্র ১২৯ ওভার খেলে অজিরা এই পাহাড়সম স্কোর গড়ে। ইনিংস সর্বোচ্চ রান ১৮৭ করেন ডন ব্র‍্যাডমান, মাত্র ১২৫ মিনিটে। এসেক্স দলকে পরবর্তীতে ৮৩ রানে প্রথম ইনিংসে অল আউট করার পরের দিন ১৮৭ রানে অল আউট করে ইনিংস ব্যবধানে জয়লাভ করে অস্ট্রেলিয়ানরা।

•২০১১↓
→গায়ানা’য় লো-স্কোরিং টেস্টে রবি রামপাল এবং ড্যারেন সামি শেষদিকে জয়ের জন্য মাত্র ৪০ রান দূরে থাকতে অল আউট করেন পাকিস্তানিদের, সামি পাঁচ উইকেট নিয়ে মুল ধ্বংসযজ্ঞ চালায়। ঐ টেস্টের শেষটা অফস্পিনার সাঈদ আজমলের জন্য ছিলো দুঃস্বপ্নের মতো, ম্যাচে ১১ উইকেট নিয়েও দলের হার দেখতে হয় তাকে। ক্যারিবীয় দেবেন্দ্র বিশুর অভিষেকটা ছিলো দারুণ; প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর তৃতীয় ইনিংসে শেষ উইকেট জুটিতে শিভনারায়ন চন্দরপলের সঙ্গে ভাইটাল ৪৮ রানের জুটিতে ২৪ রান করেস তিনি।

•২০১৭↓
→নারীদের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। পচেফস্ট্রুমে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দুই ব্যাটার দিপ্তী শর্মা ও পুনম রাউত এই রেকর্ড করেন। তাদের ৩২০ রান উক্ত ফর্মেটের প্রথম ত্রি-শতক জুটি! ১৯ বছর বয়সী দিপ্তী শর্মা তার প্রথম শতক করেন; বিশ্বরেকর্ড ২৭ চারের মারে করেন ১৮৮ রান, নারীদের ক্রিকেটে যা বেলিন্দা ক্লার্কের ২২৯* রানের পর ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
•১৯১৭ ·রন স্যাগার্স •অস্ট্রেলিয়া
•১৯২৪ ·ডন কেনিয়ন •ইংল্যান্ড
•১৯২৯ ·জ্যাক ফ্ল্যাভেল •ইংল্যান্ড
•১৯৩৫ ·টেড ডেক্সটার •ইংল্যান্ড
•১৯৭৯ ·টম ডি গ্রুথ •নেদারল্যান্ডস

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
•২০২২ ·এন্ড্রু সাইমন্ডস •অস্ট্রেলিয়া

💯আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেনঃ
•২০০৪ ·মারভান আতাপাত্থু •শ্রীলঙ্কা 🆚 জিম্বাবুয়ে
•২০০৪ ·কুমার সাঙ্গাকারা •শ্রীলঙ্কা 🆚 জিম্বাবুয়ে
•২০১৭ ·দিপ্তী শর্মা •ভারত 🆚 আয়ারল্যান্ড (নারী)
•২০১৭ ·পুনম রাউত •ভারত 🆚 আয়ারল্যান্ড (নারী)
•২০১৯ ·পল স্টার্লিং •আয়ারল্যান্ড 🆚 বাংলাদেশ •২০২২ ·অ্যাঞ্জেলো ম্যাথিউজ •শ্রীলঙ্কা 🆚 বাংলাদেশ

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
•১৯৬৫ ·চার্লি গ্রিফিথ •ওয়েস্ট ইন্ডিজ 🆚 অস্ট্রেলিয়া
•২০১১ ·ড্যারেন সামি •ওয়েস্ট ইন্ডিজ 🆚 পাকিস্তান
•২০১৮ ·মোহাম্মদ আব্বাস •পাকিস্তান 🆚 আয়ারল্যান্ড
•২০১৯ ·আবু জায়েদ রাহী •বাংলাদেশ 🆚 আয়ারল্যান্ড

, , ,

মতামত জানান :