১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিন- জুনঃ০৬

প্রতিবেদক
Mugdha Saha
রবিবার, ৬ জুন , ২০২১ ৩:২৪

cricket on this day

  • আজকের দিনে সাধারণ ঘটনা

    1. ব্রায়ান লারার ৫০১-১৯৯৪ সালের আজকের দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে আজকের দিনে ৫০১ রান করেছেন ব্রায়ান লারা৷ মোহাম্মদ হানিফ ৪৯৯ করার পর ৫০১ করে সেই রেকর্ড ভেঙে দেন লারা। এজবাস্টনে দারহামের বিপক্ষে ওয়ারউইকশায়ারের হয়ে খেলার সময় ১৯৯৪ সালের আজকের দিনে এই রেকর্ড গড়েন তিনি।

    2. শততম প্লেয়ার হিসেবে শততম উইকেট- ১৯৯৪ সালের আজকের দিনে ফিলিপ ডিফ্রেইটাস ১০০ তম প্লেয়ার হিসেবে ১০০ উইকেট পান। ইংল্যান্ড ম্যাচটি জিতেছিলো ইনিংস ও ৯০ রানে।

    3. গ্রেইম হিকের টেস্ট অভিষেক- ১৯৯১ সালের আজকের দিনে কিংবদন্তী ক্রিকেটার গ্রেইম হিক আজকের দিনে টেস্টে অভিষেক করেন। টেস্টে মোট ৬৫ টি ম্যাচ খেলে ৬ টি শতক ও ১৮ টি অর্ধশতকের মাধ্যমে ৩১ গড়ে করেন ৩৩৮৩ রান।

  • আজকের দিনে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ

    1. ০৬/০৬/২০০৯- বাংলাদেশ বনাম ভারত (টি-টোয়েন্টি) ফলাফলঃ ২৪ রানে হার

    2. ০৬/০৬/২০১৮- বাংলাদেশ বনাম ভারত (প্রমীলা টি-টোয়েন্টি) ফলাফলঃ বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
  • আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছে

  • ১৮৯০- টেড বাউলি (ইংল্যান্ড)
    ১৯১৭- পিরোর জোনস (ওয়েস্ট ইন্ডিজ)
    ১৯৩০- ফ্রাঙ্ক টাইসন (ইংল্যান্ড)
    ১৯৪৩- আসিফ ইকবাল (পাকিস্তান)
    ১৯৫৭- মাইক গ্যাটিং (ইংল্যান্ড)
    ১৯৬৮- কারেন ইয়ং (আয়ারল্যান্ড)
    ১৯৭০- সুনীল জোশি (ভারত)
    ১৯৮০- ডেওয়াল্ড নেল (স্কটল্যান্ড)
    ১৯৮২- মোহাম্মদ ইরফান (পাকিস্তান)
    ১৯৮৮- আজিনকেয়া রাহানে (ভারত)

  • আজকের দিনে যারা শতক হাকিয়েছেন

  • ১৯৬৩- কনরাড হান্ট (ওয়েস্ট-ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া)
    ১৯৭৭- ডেনিস অ্যামিস (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
    ১৯৭৭- গ্রেগ চ্যাপেল (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
    ১৯৯৩- ইয়ান হেলি (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
    ১৯৯৭- নাসের হোসাইন (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
    ১৯৯৭- গ্রাহাম থর্প (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
    ১৯৯৮- মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড)
    ২০০৪- শিভনারায়ন চন্দরপল (ওয়েস্ট-ইন্ডিজ বনাম বাংলাদেশ)
    ২০০৪- জেরাইন্ট জোন্স (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
    ২০০৫- ইনজামাম উল হক (পকিস্তান বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
    ২০০৭- শন পোলক (আফ্রিকান একাদশ বনাম এশিয়ান ক্রিকেট কাউন্সিল একাদশ)
    ২০১৪- শিখর ধাওয়ান (ভারত বনাম দক্ষিণ আফ্রিকা)

  • আজকের দিনে যারা সেঞ্চুরি হাঁকিয়েছে

  • ১৯৫৮- ফ্রেড ট্রুম্যান (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
    ১৯৮০- অ্যান্ডি রোবার্টস (ওয়েস্ট-ইন্ডিজ বনাম ইংল্যান্ড)
    ১৯৮৬- চেতন শর্মা (ভারত বনাম ইংল্যান্ড)
    ১৯৯৪- ফিলিপ ডিফ্রিটাস (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
    ১৯৯৭- সনাথ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা বনাম ওয়েস্ট-ইন্ডিজ)
    ২০০৩- রিচার্ড জনসন (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
    ২০০৮- জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড)
    ২০১০- স্টিভেন ফিন (ইংল্যান্ড বনাম বাংলাদেশ)
    ২০১৮- নিদা দার (পাকিস্তান প্রমীলা বনাম শ্রীলঙ্কা প্রমীলা)
    ২০১৯- মিচিল স্টার্ক (অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট-ইন্ডিজ)

  • আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেন

  • ১৯৮৪- বিল ভোস (ইংল্যান্ড)
    ১৯৮৮- জো পার্ট্রিজ (দক্ষিণ আফ্রিকা)

,

মতামত জানান :