১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরখাস্ত হলেন মানু সাহনি

প্রতিবেদক
বৃহস্পতিবার, ৮ জুলাই , ২০২১ ৯:০৩

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সিইও মানু সাহনিকে আজ এক বৈঠকের পর তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

গত মার্চে বেশ কয়েকটি অভিযোগের জেরে তার চাকরি স্থগিত করে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় আইসিসি। তার বিরুদ্ধে দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয়ের কর্মচারিদের সাথে বাজে ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে। জানা গিয়েছে প্রায় ৯০ শতাংশ কর্মচারীই তার বিপক্ষে এই অভিযোগ তুলেছিলো। এর আগে সিঙ্গাপুর স্পোর্টসে কর্মরত থাকাকালেও তার বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিলো।

অভিযোগের প্রেক্ষিতে আইসিসি একটি প্রাইভেট নিরিক্ষা সংস্থা প্রাইস ওয়াটারহাউস কুপার্স(PWC)কে তদন্তের ভার দেয়। যাদের তদন্তের রিপোর্টে সাহনির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হলে আজ এক বৈঠকে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্ক্লে এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মতিতে সাহনিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ঘোষণা দিচ্ছে সিইও মানু সাহনি দ্রুতই এই সংস্থা থেকে বিদায় নেবেন। আইসিসির নেতৃত্ববৃন্দের সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব নেবেন জিওফ এলার্ডিস।”

উল্লেখ্য, ২০১৯ সালে শশাঙ্ক মনোহরের নেতৃত্বে থাকা বোর্ডে ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

,

মতামত জানান :