৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ জুলাই ১৩

প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ জুলাই , ২০২১ ৯:০৫

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ
⚫১৮৭৬-
ব্রিটিশ ক্রিকেটার বিল রো ক্যাম্ব্রিজে ইম্যানুয়েল কলেজের হয়ে কাইয়াস কলেজের বিপক্ষে প্রায় সাড়ে ৫ ঘন্টা ব্যাটিং করে ৪১৫ রান করেন, যা তখনকার সময়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিলো!

⚫১৯৭৪-
ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ হেডিংলীতে। ম্যাচটি চার উইকেটে জিতেছিলো ইংল্যান্ড।

২০২১-
৪২ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা ক্রিস্টোফার হেনরি গেইলের ১৪০০০ রানের মাইলফলক। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে ফর্মে ফিরেছেন গেইল; ২০১৬ সালের পর আবারো জাতীয় দলের জার্সিতে অর্ধশত করার দিনে হাঁকিয়েছেন ৭টি ছক্কা। এডাম জাম্পাকে মারা এক ছয়ে ১৪০০০ রানের এই মাইলফলক স্পর্শ করেন ইউনিভার্স বস। সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখন গেইলের!

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
•১৯১০- হিনস জনসন (ওয়েস্ট ইন্ডিজ)
•১৯৩৪- ইভর মেন্ডোনকা (ওয়েস্ট ইন্ডিজ)
•১৯৪১- গ্রাহাম কর্লিং (অস্ট্রেলিয়া)
•১৯৪৪- এরিক ফ্রিম্যান (অস্ট্রেলিয়া)
•১৯৪৫- অ্যাশলে ম্যালেট (অস্ট্রেলিয়া)
•১৯৫৩- হিলারি গোমেজ (ওয়েস্ট ইন্ডিজ)
•১৯৫৪- রে ব্রাইট (অস্ট্রেলিয়া)
•১৯৮৪- ফাফ ডু প্লেসি (সাউথ আফ্রিকা)

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
•১৯৪৭- ওয়ারউইক আর্মস্ট্রং (অস্ট্রেলিয়া)
•১৯৬৪- উইলিয়াম সোলোমন (সাউথ আফ্রিকা)
•১৯৭৫- ওউয়েন ওয়েন (সাউথ আফ্রিকা)
•২০০৩- এগনেস হারকোম্ব (নিউজিল্যান্ড নারী ) •২০২১- যশপাল শর্মা (ভারত)

💯আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেনঃ
•১৯৬৮- কলিন ক্রাউডে (১০৪) •ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•১৯৭২- কেইথ স্ট্যাকপোল (১১৪) •অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
•১৯৭৯- ডেভিড গোয়ার (২০০*) •ইংল্যান্ড 🆚 ভারত
•১৯৮৫- গ্রায়েম উড (১৭২) •অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
•১৯৮৬- সন্ধ্যা আগারওয়াল (১৯০) •ভারত 🆚 ইংল্যান্ড (প্রমিলা)
•২০০২- নাসের হুসাইন (১১৫) •ইংল্যান্ড 🆚 ভারত
•২০০২- মার্কাস ট্রেসকোথিক (১০৯) •ইংল্যান্ড 🆚 ভারত
•২০০৪- ম্যাথু হেইডেন (১১৭) •অস্ট্রেলিয়া 🆚 শ্রীলঙ্কা
•২০০৬- পল কলিংউড (১৮৬) •ইংল্যান্ড 🆚 পাকিস্তান
•২০০৬- এলিস্টার কুক (১০৫) •ইংল্যান্ড 🆚 পাকিস্তান
•২০০৭- মাহেলা জয়াবর্ধনে (১৬৫) •শ্রীলঙ্কা 🆚 বাংলাদেশ
•২০০৭- কুমার সাঙ্গাকারা (২২২*) •শ্রীলঙ্কা 🆚 বাংলাদেশ
•২০০৮- নেইল ম্যাকেঞ্জি (১৩৮) •সাউথ আফ্রিকা 🆚 ইংল্যান্ড
•২০০৮- গ্রায়েম স্মিথ (১০৭) •সাউথ আফ্রিকা 🆚 ইংল্যান্ড
•২০০৯- ফাওয়াদ আলম (১৬৮) •পাকিস্তান 🆚 শ্রীলঙ্কা
•২০১৩- ইয়ান বেল (১০৯) •ইংল্যান্ড 🆚 অস্ট্রেলিয়া
•২০১৮- সোফি ডিভাইন (১১৭*) •নিউজিল্যান্ড 🆚 ইংল্যান্ড (প্রমিলা)
•২০১৮- ইমাম-উল হক (১২৮) •পাকিস্তান 🆚 জিম্বাবুয়ে •২০২১- এন্ডি বালবির্নি (১০২) •আয়ারল্যান্ড 🆚 সাউথ আফ্রিকা •২০২১- বাবর আজম (১৫৮) •পাকিস্তান 🆚 ইংল্যান্ড •২০২১- জেমস ভিন্স (১০২) •ইংল্যান্ড 🆚 পাকিস্তান

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
•১৯২৬- ক্ল্যারি গ্রিমেট (৮৮/৫) •অস্ট্রেলিয়া 🆚 ইংল্যান্ড
•১৯২৯- আলফ্রেড ফ্রিম্যান (১১৫/৭) •ইংল্যান্ড 🆚 সাউথ আফ্রিকা
•১৯৭৯- কপিল দেব (১৪৬/৫) •ভারত 🆚 ইংল্যান্ড
•১৯৮৪- পল এলট (৬১/৬) •ইংল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•২০০৪- উপুল চন্দনা (১০৯/৫)•শ্রীলঙ্কা 🆚 অস্ট্রেলিয়া
•২০০৯- ড্যারেন স্যামি (৭০/৫) •ওয়েস্ট ইন্ডিজ 🆚 বাংলাদেশ
•২০০৯- মাহমুদউল্লাহ রিয়াদ (৫১/৫) •বাংলাদেশ 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•২০১১- লাসিথ মালিঙ্গা (৩০/৫) •শ্রীলঙ্কা 🆚 স্কটল্যান্ড
•২০১৮- মেহেদী মিরাজ (৯৩/৫) •বাংলাদেশ 🆚 ওয়েস্ট ইন্ডিজ
•২০১৮- জেসন হোল্ডার (৪৪/৫) •ওয়েস্ট ইন্ডিজ 🆚 বাংলাদেশ
•২০১৮- লেই ক্যাসপেরেক (৩৯/৫) •নিউজিল্যান্ড 🆚 ইংল্যান্ড (প্রমিলা)
•২০১৯- নর্ম্যান ভানুয়া (১৭/৫) •পাপুয়ানিউগিনি 🆚 ভানুয়াটু •২০২১- ব্রাইডন কার্স (৬১/৫) •ইংল্যান্ড 🆚 পাকিস্তান

, ,

মতামত জানান :