১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিব্রতকর রেকর্ডে তামিম

প্রতিবেদক
শুক্রবার, ১৬ জুলাই , ২০২১ ৪:২৮

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল মানেই যেনো রেকর্ডের ছড়াছড়ি। সাকিবের মতো নিত্যনতুন রেকর্ড করতেই যেনো তিনি মাঠে নামেন। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এই ড্যাশিং ওপেনার আজ জিম্বাবুয়ের বিপক্ষে গড়েছেন লজ্জার এক রেকর্ড।

সবধরনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে আজকের আগে সবচেয়ে বেশী ডাক/ শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটি ছিলো যুগ্মভাবে মাশরাফি মোর্ত্তজা ও তামিম ইকবালের, ৩৩টি।
এবং ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান ছিলেন যুগ্মভাবে হাবিবুল বাশার ও তামিম ইকবাল।

তামিম ইকবাল৩৪
মাশরাফি মোর্ত্তজা৩৩
মোহাম্মদ আশরাফুল ৩১
মুশফিকুর রহিম২৬
হাবিবুল বাশার২৫
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশী ডাক👆

আজ জিম্বাবুয়ের বিপক্ষে ডাক(০) মেরে দুটি রেকর্ডই নিজের করে নিলেন দেশসেরা এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজের ২১৭তম ওয়ানডে ইনিংসে আজ ৭ বল মোকাবিলা করে ব্লেসিং মুজারাবানির বলে উইকেটের পেছনে রেগিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হন তামিম, আর এই আউটেই বিব্রতকর রেকর্ড দুটিতে একচ্ছত্র আধিপত্য এখন তামিমের।

তামিম ইকবাল১৯
হাবিবুল বাশার১৮
মাশরাফি মোর্ত্তজা১৫
মোহাম্মদ রফিক১৫
মোহাম্মদ আশরাফুল ১৩
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশী ডাক👆

এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনারদের সবচেয়ে বেশী শূন্য রানে আউট হবার তালিকায় ৩য়ে এবং ওয়ানডেতে ওপেনিংয়ে সবচেয়ে বেশী শূন্যের তালিকায়ও তিনে উঠে এসেছেন তিনি।

সনাথ জয়াসুরিয়া২৯
ক্রিস গেইল২৩
তামিম ইকবাল ১৯
হার্শেল গিবস ১৭
অ্যাডাম গিলক্রিস্ট১৭
ওয়ানডে ক্রিকেটে ওপেনিংয়ে সবচেয়ে বেশী ডাক👆
সনাথ জয়াসুরিয়া৪৫
ক্রিস গেইল৪০
তামিম ইকবাল৩৪
হার্শেল গিবস২৯
বীরেন্দর শেবাগ২৯
আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনারদের সবচেয়ে বেশী ডাক👆

,

মতামত জানান :