টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার ফুলঝুরি। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রতিনিয়তই হচ্ছে নিত্যনতুন রেকর্ড। কে কাকে ছাড়িয়ে যাবে সেই প্রতিযোগিতায় থাকেন বিশ্বসেরা ক্রিকেটাররা। আজ অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচে ক্রিস গেইলকে ছাড়িয়ে গেলেন তারই স্বদেশী এভিন লুইস, অন্যদিকে রশিদ খানকে ছাড়িয়ে গেলেন হেইডেন ওয়ালশ জুনিয়র।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মালিক কিউই ওপেনার মার্টিন গাপটিল। বর্তমানে তার ছক্কার সংখ্যা ১৪৭টি! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০র বেশি ছক্কা হাঁকিয়েছেন গুটিকয়েক ব্যাটার। সেই লিস্টে সপ্তম ব্যাটসম্যান হিসেবে গতকাল যুক্ত হলেন এভিন লুইস। যুক্ত হওয়ার দিনে স্বদেশী ক্রিস গেইলকেও ছাড়িয়ে গেলেন তিনি।
নাম | ম্যাচসংখ্যা | দেশ |
এভিন লুইস* | উইন্ডিজ | ৪২ |
ক্রিস গেইল | উইন্ডিজ | ৪৯ |
কলিন মুনরো | নিউজিল্যান্ড | ৫৭ |
অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া | ৭০ |
মার্টিন গাপটিল | নিউজিল্যান্ড | ৭২ |
মাত্র ৪২ ইনিংসে ১০০ ছক্কা হাকিয়েছেন লুইস, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম শততম ছক্কা হাঁকানোর রেকর্ড। এই তালিকায় ঢুকতে ক্রিস গেইল ৪৯টি ইনিংস খেলেছিলেন, অর্থ্যাৎ লুইসের চেয়েও ৭ ইনিংস বেশী খেলেছেন গেইল। আর এতেই গেইলকে পেছনে ফেলেছেন এভিন লুইস।
নাম | দেশ | ছক্কা | ইনিংস |
মার্টিন গাপটিল | নিউজিল্যান্ড | ১৪৭ | ৯৮ |
রোহিত শর্মা | ভারত | ১৩৩ | ১০৩ |
ক্রিস গেইল | উইন্ডিজ | ১১৯ | ৬৬ |
ইয়ন মর্গ্যান | ইংল্যান্ড | ১১৪ | ১০০ |
কলিন মুনরো | নিউজিল্যান্ড | ১০৭ | ৬২ |
অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া | ১০৭ | ৭৬ |
এভিন লুইস* | উইন্ডিজ | ১০১ | ৪২ |
আইসিসি পূর্ণ-সদস্য দলগুলোর মধ্যে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশী উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন নিউজিল্যান্ডের বোলার ইশ সোধি, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি বছরে এক সিরিজে ১৩ উইকেট নিয়ে এই রেকর্ড করেন তিনি। এতোদিন যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন রশিদ খান ও মিচেল স্যান্টনার (১১)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে যথাক্রমে ৩, ৩, ২, ৩ ও ১ উইকেট নিয়ে একলাফে এই তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ওয়ালশ জুনিয়র। হয়েছেন সিরিজসেরাও!
নাম | বনাম | উইকেটসংখ্যা | সাল |
ইশ সোধি | অস্ট্রেলিয়া | ১৩ | ২০২১ |
হেইডেন ওয়ালশ জুনিয়র* | অস্ট্রেলিয়া | ১২ | ২০২১ |
রশিদ খান | আয়ারল্যান্ড | ১১ | ২০১৯ |
মিচেল স্যান্টনার | ইংল্যান্ড | ১১ | ২০১৯ |