১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরছেন তামিম ইকবাল

প্রতিবেদক
সোমবার, ১৯ জুলাই , ২০২১ ৯:৪০

আগামীকাল সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের পর দেশে ফিরবেন তামিম ইকবাল।

ডান পায়ের পুরনো ইঞ্জুরি মাথাচাড়া দিয়ে উঠেছিলো ডিপিএল টি-টোয়েন্টি এর সুপার লিগ শুরুর আগে; সুপারলিগে না খেললেও ইঞ্জুরি নিয়েই জিম্বাবুয়ে সফরে গিয়েছেন তিনি। বলেছিলেন “ইঞ্জুরি ম্যানেজ” করে জিম্বাবুয়ে সফরের ম্যাচগুলো খেলবেন । কিন্তু ব্যাথা বেড়ে যাওয়ায় একমাত্র টেস্টে খেলেননি তিনি। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে করেছেন ০ ও ২০ রান।

তবে দুই ওয়ানডে শেষে ইঞ্জুরি সমস্যা প্রকট হয়ে ওঠায় আগামীকাল শেষ ওয়ানডে ম্যাচের পরই দেশে ফিরে আসবেন তিনি।

ফিরে আসলে ২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজ মিস করার সম্ভাবনাই বেশী থাকবে; তেমনটা হলে বাংলাদেশ দলের দুই ব্যাটিং স্তম্ভ মুশফিক-তামিম উভয়কেই অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাবে না বাংলাদেশ!

,

মতামত জানান :