১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিন: জুলাই – ২২

প্রতিবেদক
Mugdha Saha
বৃহস্পতিবার, ২২ জুলাই , ২০২১ ৮:৫৯

🇧🇩আজকের দিনে বাংলাদেশ:
১৯৯৭: বাংলাদেশ বানম শ্রীলঙ্কা- ওয়ানডে।
শ্রীলঙ্কা ১০৩ রানে জয়ী।

২০১৮: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ- ওয়ানডে।
বাংলাদেশ ৪৮ রানে জয়ী।

২০২১- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে- টি-টোয়েন্টি।

বাংলাদেশ ৮ উইকেটে জয়ী

🔘লঙ্কান গ্রেট মুত্তিয়ার বিদায়:
১৯৯২ সালে ক্যারিয়ার শুরু করা লঙ্কান কিংবদন্তী মুত্তিয়া মুরালিধরন ২০১০ সালের আজকের এইদিনে নিজের ১৮ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টানেন। ক্যারিয়ারের শেষ দিনে মুরালি নিজের করে নিয়েছেন টেস্টে ৮০০ উইকেট নেওয়ার মাইলস্টোন!

🔘ফ্রাঙ্ক ওরেলের ক্যারিয়ার সেরা ইনিংস:
প্রথম শ্রেণির ক্রিকেট কিংবা ক্রিকেটের সৌন্দর্য্যের প্রতীক টেস্টে ক্রিকেটে স্যার ফ্রাঙ্ক ওরেলের নাম একটি পরিচিত শব্দই বটে। আমাদের অনেকের জানা কিংবা অজানার আড়ালে তার ক্যারিয়ার সেরা ইনিংস ছিলো ২৬১ রানের। ১৯৫০ সালের আজকের এইদিনে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন স্যার ফ্রাঙ্ক ওরেল।

🔘ওপেনার হিসেবে প্রথম:
১৮৯০ সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার টেস্টে অভিষেক হয় অজি ওপেনার জ্যাক ব্যারেটের৷ ম্যাচের ১ম ইনিংসে কিছু করতে না পারলেও ২য় ইনিংসে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি৷ সেই ইনিংসে একাদশের সব ব্যাটসম্যান কে সঙ্গী হিসেবে পেয়েছিল জ্যাক ব্যারেট। ১৮৯০ সালের আজকের এই দিনে টেস্ট ম্যাচের পুরো একটা ইনিংস ব্যাট হাতে দলের জন্যে লড়েছেন। সেই সুবাদের অজিরাও পেয়েছিলো একটা সম্মান জনক স্কোর। এবং প্রথম ওপেনার হিসেবে টেস্টে পুরো ইনিংস ব্যাটিংয়ের রেকর্ডও গড়েছিলো জ্যাক।

🔘১০ এ ১০!
কি অবাক হলেন? অবাক হবার কিছু না। ক্রিকেট মাঠে এক ইনিংসে ১০ টি উইকেটের ১০টি একা শিকার করার রেকর্ড কম নেই। কিন্তু একই বোলার ভিন্ন ভিন্ন বছরের একই দিনে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেছে এমন নজির খুব কম। তবে ইংল্যান্ডের স্পিন বোলার ভি.ই. ওয়াকার ১৮৫৯ এবং ১৮৬৫ সালের আজকের দিনে সেরির হয়ে ৭৪ রানে ১০ এবং ল্যাঙ্কাশায়ারের হয়ে ১০৪ রানে ১০ উইকেট শিকার করেছিলো।

🎂আজকের দিনে যাদের জন্ম:
১৯৬৩- অ্যালেক হার্ন- ইংল্যান্ড।
১৮৯২- জ্যাক ম্যাকব্রায়ান- ইংল্যান্ড।
১৯৩৫- টোম কার্টরাইট – ইংল্যান্ড।
১৯৩৬- হ্যারল্ড রোডস- ইংল্যান্ড।
১৯৩৭- জন প্রাইস- ইংল্যান্ড।
১৯৭৮- রুনাকো মোর্টোন- ওয়েস্ট ইন্ডিজ।
১৯৭৯- জীশান সিদ্দিক- ওমান।
১৯৭৯- গ্রেগর মেডেন- স্কটল্যান্ড।
১৯৮১- সুলেইমান বেন- ওয়েস্ট ইন্ডিজ।
১৯৮২- নুয়ান কুলাসেকারা- শ্রীলঙ্কা।
১৯৮২- দিলরুয়ান পেরেরা- শ্রীলঙ্কা।
১৯৮২- ড্যানিয়েল জ্যাকবস- থাইল্যান্ড।
১৯৮৬- কলিন ডি গ্র্যান্ডহোম- নিউজিল্যান্ড।
১৯৮৬- অরুণ পুলোস- ওমান।
১৯৮৯- ট্রেন্ট বোল্ট- নিউজিল্যান্ড।
১৯৯০- ইদ্দি রিচার্ডসন- আয়ারল্যান্ড।
১৯৯২- জর্জ ডকরেল- আয়ারল্যান্ড।
১৯৯৬- ললিত ভণ্ডারী- নেপাল।
১৯৯৭- ডোমিনিক বেস- ইংল্যান্ড।
১৯৯৭- আকিব ইকবাল- অস্ট্রিয়া।

🔘আজকের দিনে যাদের মৃত্যু:
১৯৩৭- টেড ম্যাকডোনাল্ড- অস্ট্রেলিয়া।
১৯৬৯- হ্যামি লাভ- অস্ট্রেলিয়া।
১৯৯৫- হ্যারল্ড লারউড- ইংল্যান্ড।
১৯৯৫- রলি জেনকিন্স- ইংল্যান্ড।

🔘আজকের দিনে যাদের সেঞ্চুরি:
১৯৮৪- এ. জি. স্টিল- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া- টেস্ট।
১৯৩৩- জর্জ হ্যাডলি- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
১৯৩৩- ইভান ব্যারো- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
১৯৪৮- সিরিল ওয়াশব্রুক- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া- টেস্ট।
১৯৭৬- রয় ফ্রেডেরিক্স- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
১৯৭৬- গর্ডন গ্রীনিজ- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
১৯৯৩- ডেভিড বন- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
১৯৯৭- সনাৎ জয়াসুরিয়া- প্রতিপক্ষ বাংলাদেশ- ওয়ানডে।
২০০০- ড্যারিল কালিনান- প্রতিপক্ষ শ্রীলঙ্কা- টেস্ট।
২০০১- অ্যা. ক্যাম্পবেল- প্রতিপক্ষ- ওয়েস্ট ইন্ডিজ- টেস্ট।
২০০২- অরবিন্দ ডি সিলভা- প্রতিপক্ষ বাংলাদেশ- টেস্ট।
২০০২- সনাৎ জয়াসুরিয়া- প্রতিপক্ষ বাংলাদেশ- টেস্ট।
২০০৪- অ্যান্ড্রু স্ট্রস- প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ- টেস্ট।
২০০৪- রব কী- প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ- টেস্ট।
২০০৭- ওয়াটকিনস- প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রমীলা-ওয়ানডে।
২০০৯- শোয়েব মালিক- প্রতিপক্ষ- শ্রীলঙ্কা- টেস্ট।
২০১১- কেভিন পিটারসন- প্রতিপক্ষ ভারত- টেস্ট।
২০১২- জ্যাক ক্যালিস- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
২০১৬- রবিচন্দ্রন অশ্বিন- প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ- টেস্ট।
২০১৬- অ্যালিস্টার কুক- প্রতিপক্ষ পাকিস্তান- টেস্ট।
২০১৬- জো রুট- প্রতিপক্ষ পাকিস্তান- টেস্ট।
২০১৮- তামিম ইকবাল- প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ- ওয়ানডে।
২০১৮- বাবার আজম- প্রতিপক্ষ জিম্বাবুয়ে- ওয়ানডে।
২০১৮-ইমাম-উল-হক- প্রতিপক্ষ জিম্বাবুয়ে- ওয়ানডে।

🔘আজকের দিনে পাঁচ উইকেট শিকারী বোলার:
১৮৮৪- জোই পালমার- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
১৮৯০- জন লিয়নস- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
১৯৩৮- বিল ও’রিলি- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
১৯৪৬- লালা অমরনাথ- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
১৯৪৬- বিনু মানকড়- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
১৯৫০- অ্যালেক বেডসার- প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ- টেস্ট।
১৯৯৯- ক্রিস কেয়ার্নস- প্রতিপক্ষ ইংল্যান্ড-টেস্ট।
২০০০- মুরালিধরন- প্রতিপক্ষ- দ. আফ্রিকা- টেস্ট।
২০০১- জেসন গিলেস্পি- প্রতিপক্ষ ইংল্যান্ড- টেস্ট।
২০০৫- ড্যারেন পাওয়েল- প্রতিপক্ষ শ্রীলঙ্কা- টেস্ট।
২০০৭- রুদ্র প্রতাপ সিং- প্রতিপক্ষ ইংল্যান্ড-টেস্ট।
২০১০- ওয়াটসন- প্রতিপক্ষ পাকিস্তান- টেস্ট।
২০১০- মালিঙ্গা- প্রতিপক্ষ ভারত- টেস্ট।
২০১১- প্রবিন কুমার- ইংল্যান্ড- টেস্ট।

🔘মজার ঘটনা:
ইংল্যান্ডের ক্রিকেটার টোম কার্টরাইট। যিনি ১৯৩৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। কিন্তু এখানেই উৎপত্তি হয়েছে একটি ঘটনার। সেটি হলো ১৯৬৪ সালের আজকের দিনে তথা জন্মদিনে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিলো তার।

মতামত জানান :