৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রিন্সের চুক্তির মেয়াদ বাড়ছে

প্রতিবেদক
মঙ্গলবার, ২৭ জুলাই , ২০২১ ১১:১৪

জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন সাবেক সাউথ আফ্রিকান ব্যাটার অ্যাশওয়েল প্রিন্স। শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে নিয়োগ দিলেও তার কাজে সন্তুষ্ট বিসিবি চাচ্ছে চুক্তির মেয়াদ বাড়াতে।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই বিষয়টি চুড়ান্ত হবে বলে জানানো হয়েছে।

গতকাল বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান সংবাদমাধ্যমে জানান ‘এটা নিয়ে আমরা গত ২-৩ দিন বৈঠক করেছি বোর্ড সভাপতির সাথে। যেহেতু আমরা তাকে শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নিয়োগ দিয়েছি। আমরা ফিডব্যাক নিয়েছি, কিছু খেলোয়াড়ের সাথে কথা বলেছি, দেখলাম তারা বেশ আস্থা রেখেছে ওর উপর। ওরা তার কাজ নিয়ে সন্তুষ্ট। তাই আমাদের পরিকল্পনা তাকে নিয়ে এগোনো।’

সিরিজের শেষ ম্যাচের দিন রোববার প্রিন্সের চুক্তির সময়সীমা শেষ হয়েছে। বোর্ড চেয়ারম্যান ও ক্রিকেটারদের সম্মতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সকে রাখতে চাচ্ছে বিসিবি।
এ সম্পর্কে আকরাম আরো জানান, ‘যেহেতু বিশ্বকাপের আগে কোচ পাওয়া কঠিন হবে, খেলোয়াড়রাও তার উপর আস্থা রেখেছে। জিম্বাবুয়েতে কিছু ব্যাটসম্যান চমৎকার ব্যাটিং করেছে। সবকিছু মিলিয়ে আমরা চিন্তা করছি তাকে নিয়ে এগোতে। এতটুকু নিশ্চিত বিশ্বকাপ পর্যন্ত সে আছে, এর বাইরে কতদিন থাকবে সেটা আমরা ৬-৭ দিনের মধ্যে জানিয়ে দিব।’

নিয়োগ পাওয়ার পর একমাত্র সিরিজে তার অধীনে বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানরা বেশ ভালো করেছে। একারণেই আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সকে সাকিবদের ঢেরায় রাখছে বিসিবি।

মতামত জানান :