৩ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ দুদলের মধ্যকার ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।
এই সিরিজের জন্য ধারাভাষ্যকার প্যানেলের সদস্যদের নাম জানা গিয়েছে।
পুরনো প্রতিষ্ঠান রিয়েল ইমপ্যাক্টের অধীনে এই সিরিজটির সম্প্রচার প্রোডাকশন করা হবে। তারা এই সিরিজের জন্য পাঁচ জন অভিজ্ঞ ধারাভাষ্যকার রাখছেন। যাদের সবাই এশিয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হলেও নেই অস্ট্রেলিয়ান কোনো ধারাভাষ্যকার। অস্ট্রেলিয়া সরকারের কোয়ারেন্টিনের কঠোর নিয়মকানুনের কারণেই বিদেশ সফরে যাচ্ছেন না অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকাররা; সম্প্রতি শেষ হওয়া উইন্ডিজ সিরিজেও ছিলো না কোনো অজি ধারাভাষ্যকার, থাকছেন না এবারও।
প্যানেলে বাংলাদেশের ৩জনের সাথে রয়েছে ভারত ও শ্রীলঙ্কার দুইজন, যাদের একজন নারী।
সিরিজের পাঁচ জন ধারাভাষ্যকার হলেন-
১/ আতহার আলী খান
২/ শামীম আশরাফ চৌধুরী
৩/ মাজহার উদ্দিন অমি
৪/ ফারভেজ মাহারুফ (শ্রীলঙ্কা)
৫/ আনজুম চোপড়া (ভারত)
৫ ম্যাচের সিরিজ শুরু হবে ৩ আগস্ট, পরবর্তী ম্যাচগুলো হবে যথাক্রমে ৪,৬,৭ ও ৯ আগস্ট। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে।