করোনায় স্থবির হয়ে আছে বিসিবি হাই-পারফর্ম্যান্স ইউনিট ও ‘এ’ দলের কার্যক্রম। সেজন্য দুটি দলের প্লেয়ারদের খেলার মধ্যে রাখতে বিসিবি আয়োজন করতে যাচ্ছে সিরিজ। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে উক্ত সিরিজ। বিষয়টি জানিয়েছে বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিরিজে মোট পাঁচটি ম্যাচ মাঠে গড়াবে। আজ নান্নু জানান, “চিটাগাংয়ে আমাদের দুটো টিম যাচ্ছে। একটা ‘এ’ টিম, আরেকটা এইচপি। এ টিমে ন্যাশনাল টেস্ট প্লেয়াররাই যাবে। যারা রেড বলের ক্রিকেট খেলে। ওখানে আমরা একটা সিরিজ আয়োজন করেছি এইচপি আর ‘এ’ টিমের।”
ইতোমধ্যেই সিরিজের জন্য এইচপি ও ‘এ’ দল চুড়ান্ত হয়েছে। আজকালের মধ্যেই স্কোয়াড ঘোষণা করা হবে। নান্নু আরো বলেন, “ওভারওল আমাদের এইচপির যে স্কোয়াডটা আছে, তাদের সাথে ‘এ’ টিমের স্কোয়াড। আশা করি ওয়েদার কন্ডিশন ভালো থাকলে প্র্যাকটিস সেশনটা ভালো হবে। ওখানে তিনটা ওয়ানডে হবে এবং দুটি চারদিনের ম্যাচ থাকবে।”
১ম ওয়ানডে | ২ সেপ্টেম্বর |
২য় ওয়ানডে | ৪ সেপ্টেম্বর |
৩য় ওয়ানডে | ৬ সেপ্টেম্বর |
১ম চারদিনের ম্যাচ | ৯ সেপ্টেম্বর |
২য় চারদিনের ম্যাচ | ১৫ সেপ্টেম্বর |
এছাড়াও আগামী ৩-৪ মাসের মধ্যে ‘এ’ দলের একটি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি।