১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উইজডেনের বর্তমান সময়ের সেরা একাদশে সাকিব!

প্রতিবেদক
শনিবার, ১৪ আগস্ট , ২০২১ ৯:৩০

আইসিসি র‍্যাংকিংয়ের উপর ভিত্তি করে বর্তমান সময়ের সেরা একাদশে স্থান পেয়েছেন সাকিব আল হাসান।

তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের সমবেত রেটিং পয়েন্টের উপর ভিত্তি করে ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটের সেরা এলাদশ প্রকাশ করেছেন। উক্ত একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

আইসিসি র‍্যাংকিংয়ের সম্মিলিত বর্তমান রেটিং পয়েন্ট অনুসারে সেরা পাঁচ ব্যাটার, সেরা উইকেটরক্ষক, সেরা অলরাউন্ডার ও সেরা চার বোলার নিয়ে এই একাদশ গঠিত হয়েছে।
এখানে স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার ৩জন, ভারতের ২জন, নিউজিল্যান্ডের ২জন, পাকিস্তানের ১জন, বাংলাদেশের ১জন, আফগানিস্তানের ১জন ও সাউথ আফ্রিকা থেকে ১জন আছেন এখানে। আশ্চর্যজনকভাবে একাদশে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের প্লেয়ার নেই!

একাদশের একমাত্র অলরাউন্ডার সাকিব ১,০৩৬ রেটিং পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছেন। আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে টেস্টে ৫ম (৩৩৪ পয়েন্ট), ওয়ানডেতে প্রথম (৪১৬ পয়েন্ট) ও টি-টোয়েন্টিতে প্রথম (২৮৬ পয়েন্ট) স্থানে আছেন সাকিব আল হাসান।

একাদশ (ব্যাটিং ক্রমানুসারে) :
১/ রোহিত শর্মা
২/ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক)
৩/ কেন উইলিয়ামসন
৪/ ভিরাট কোহলি
৫/ বাবর আজম
৬/ স্টিভ স্মিথ
৭/ সাকিব আল হাসান
৮/ প্যাট কামিন্স
৯/ রশিদ খান
১০/ টিম সাউদি
১১/ জশ হ্যাজেলউড

, ,

মতামত জানান :