১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিউ জিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ আগস্ট , ২০২১ ৪:২৫

টাইগারদের ডেরার নিউজিল্যান্ডের আগমন ঘটতে চলছে চলতি মাসেই। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছে মিথুন, স্কোয়াডে ফিরেছে লেগ স্পিনার আমিনুল বিপ্লব। এছাড়াও ফিরেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

ইঞ্জুরি থেকে এখনো না সেরে ওঠায় ওয়ানডে অধিনায়ক তামিম এখনো রয়েছেন মাঠের বাইরে।

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের টি-২০ দল:

মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

পাঁচ ম্যাচ সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর হোম অফ ক্রিকেটে। ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর ম্যাচগুলো মাঠে গড়াবে; প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা ৪টা থকে।

,

মতামত জানান :