আসন্ন বাংলাদেশ বনাম নিউ জিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ধারাভাষ্য প্যানেল চুড়ান্ত হয়েছে।
সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে দেশি-বিদেশি মিলিয়ে ৫জন ধারাভাষ্যকার ছিলেন। এবার আরো একজন যুক্ত হয়ে ৬ জনের ধারাভাষ্য প্যানেল। ৩ দেশি কমেন্টেটরের সাথে আছেন ৩জন বিদেশি।
অস্ট্রেলিয়া সিরিজের চারজন এবারো থাকছেন সাথে বিদেশি দুইজন যোগ দিচ্ছে এ সিরিজে।
দেশের অভিজ্ঞ দুজনের সাথে নবাগত মাজহার উদ্দীন অমি এবং শ্রীলঙ্কান পারভেজ মাহারুফের সঙ্গে ভারত ও জিম্বাবুয়ের দুজন থাকবেন।
নিউ জিল্যান্ড সিরিজের ধারাভাষ্য প্যানেলঃ
১. আতহার আলী খান 🇧🇩
২. শামীম আশরাফ চৌধুরী 🇧🇩
৩. মাজহার উদ্দীন অমি 🇧🇩
৪. পারভেজ মাহারুফ 🇱🇰
৫. টিনো মায়োয়ো 🇿🇼
৬. অতুল ওয়াসান 🇮🇳
১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। হোম অফ ক্রিকেট মিরপুরে প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা ৪টায়।