৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ড সিরিজের আম্পায়ারিং প্যানেল ঘোষণা

প্রতিবেদক
সোমবার, ৩০ আগস্ট , ২০২১ ৮:৩৯

পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউ জিল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই সিরিজের ম্যাচ অফিসিয়ালরা সবাই বাংলাদেশি।

পুরো সিরিজজুড়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন নিয়ামুর রশিদ রাহুল।

আম্পায়ার হিসেবে থাকছেন চারজন। এই চারজনই ঘুরেফিরে পাঁচ ম্যাচে দায়িত্বরত থাকবে। সবচেয়ে অভিজ্ঞ মাসুদুর রহমান মুকুল মাঠে থাকবেন দুটি ম্যাচে। বিতর্কিত তানভীর আহমেদও থাকছেন সিরিজে।
১/ মাসুদুর রহমান মুকুল
২/ গাজী সোহেল
৩/ তানভীর আহমেদ
৪/ শরফৌদ্দোলা ইবনে শহীদ সৈকত

ম্যাচম্যাচ রেফারিঅন-ফিল্ড আম্পায়ার (১)অন-ফিল্ড আম্পায়ার (২)থার্ড/টিভি আম্পায়ার চতুর্থ আম্পায়ার
১ম টি-টোয়েন্টি নিয়ামুর রশিদ রাহুলগাজী সোহেলশরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত মাসুদুর রহমান মুকুল তানভীর আহমেদ
২য় টি-টোয়েন্টি নিয়ামুর রশিদ রাহুলমাসুদুর রহমান মুকুল তানভীর আহমেদ শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত গাজী সোহেল
৩য় টি-টোয়েন্টি নিয়ামুর রশিদ রাহুল শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত মাসুদুর রহমান মুকুল গাজী সোহেলতানভীর আহমেদ
৪র্থ টি-টোয়েন্টি নিয়ামুর রশিদ রাহুল তানভীর আহমেদ গাজী সোহেলমাসুদুর রহমান মুকুল শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত
৫ম টি-টোয়েন্টি নিয়ামুর রশিদ রাহুল শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত তানভীর আহমেদ গাজী সোহেল মাসুদুর রহমান মুকুল
সিরিজে আম্পায়ারদের ম্যাচ শিডিউল

, , , ,

মতামত জানান :