প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫ ওভার মেইডেন দেয়ার রেকর্ড গড়লেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন।
আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের যুগে একটি বল ডট দেয়াই যেখানে অনেক কিছু সেখানে গুটিকয়েক বোলার প্রতিনিয়ত করে যাচ্ছেন মেইডেন ওভার! এ তালিকায় স্পিনারদের রাজত্ব।
সুনীল নারিন; ক্যারিবীয় এ অলরাউন্ডার প্রতিনিয়ত নিজের কৃতিত্ব দেখাছেন সীমিত ওভারের ক্রিকেটে। কখনো ব্যাট হাতে ওপেনিংয়ে জ্বলে উঠেন আবার কখনোবা ক্রুশাল মোমেন্টে বল হাতে দলের কর্তাব্যক্তি হয়ে উঠেন নারিন। আজ সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় ইনিংসের দশম ওভার উইকেট মেইডেন দিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি।
প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫ ওভার মেইডেন দেয়ার রেকর্ড এখন তার। একইসাথে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশী মেইডেন ওভার করার রেকর্ডটিও তার দখলে; এ তালিকার দ্বিতীয় ব্যক্তি হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান!
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ মেইডেন ওভারঃ
সুনীল নারিন- ২৫* (৮৩২৮)
সাকিব আল হাসান- ২৩ (৭০৯২)
স্যামুয়েল বদ্রি- ২২ (৪১২৫)
মোহাম্মদ ইরফান- ২০ (৩৩৪০)
প্রাভিন কুমার- ১৯ (৩৬৯৫)