২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আফগান যুবাদের স্কোয়াড ঘোষণার দিনে সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি!

প্রতিবেদক
ডেস্ক নিউজ
শুক্রবার, ৩ সেপ্টেম্বর , ২০২১ ১০:৫৫

পরিষ্কার আকাশে কালো মেঘের যে ঘনঘটা দেখা দিয়েছিলো সেটি দূর করে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়া হয়েছে আফগান যুবারা। ৪ সেপ্টেম্বর টাইগারদের ডেরায় পা রাখা আফগানরা পাঁচ ম্যাচের ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ১০ সেপ্টেম্বর।

এর আগে আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ পা রাখার কথা থাকলেও বেশকিছু কারণে সেটি সম্ভব না হলে পিছিয়ে যায় সিরিজটি। নতুন সূচিতে ম্যাচ সংখ্যা ঠিক থাকলেও বদলে গেছে ম্যাচগুলোর তারিখ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১০ সেপ্টেম্বর মাঠে নামবে দুই দল। ২২-২৫ তারিখে চারদিনের ম্যাচ দিয়ে শেষ হবে আফগান যুবাদের সফর।

সিরিজের সময় এখনো ঠিক না হলেও সূচি ও ভেন্যু ঠিক করেছে বিসিবি। যেখানে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আফগানিস্তান যুবাদের বাংলাদেশ সিরিজের সূচিঃ

  • ১ম ওয়ানডে- ১০ সেপ্টেম্বর, সিলেট।
  • ২য় ওয়ানডে- ১২ সেপ্টেম্বর, সিলেট।
  • ৩য় ওয়ানডে- ১৪ সেপ্টেম্বর, সিলেট।
  • ৪র্থ ওয়ানডে- ১৭ সেপ্টেম্বর, সিলেট।
  • ৫ম ওয়ানডে- ১৯ সেপ্টেম্বর, সিলেট।
  • চারদিনের ম্যাচ- ২২-২৫ সেপ্টেম্বর, সিলেট।

বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড: স্কোয়াসুলিমান আরবজাই, সুলিমান সাফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ তারিন, কামরান হোটাক, নানগেয়ালিয়া খান, ইয়ামা আরব, ফয়সাল খান আহমেদজাই, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ আজাদ, জাহিদুল্লাহ সালিমি, মোহাম্মদউল্লাহ নাজিবউল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজহারউল্লাহ নাভিদ, শহীদ হাসানি, সাবাউন বানুরি, বিলাল সামি, মোহাম্মদ নাভিদ জাদরান ও আল্লাহনুর নাসেরি।

,

মতামত জানান :