৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর , ২০২১ ৫:৩৯

৩ টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান।

আইসিসি এফটিপি অনুযায়ী আগামী নভেম্বরে বাংলাদেশ সফর করবে পাকিস্তান দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুইটি টেস্ট খেলবে উভয় দল। সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছিলো পাকিস্তানিরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি হোয়াইটওয়াশ হয়েছিলো পাকিস্তান, টেস্টে সিরিজে এক ড্র ও এক জয় নিয়ে দেশে ফিরেছিলো তারা।

গতবছর করোনার শুরুতে পাকিস্তান সফর করেছিলো বাংলাদেশ। বাংলাদেশের জন্য বেশ বাজে একটি সিরিজ ছিলো সেটি।

গতকাল চূড়ান্ত হয়েছিলো এই সিরিজটি। আজ প্রকাশিত হলো সুচি। ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে সিরিজটি; চট্টগ্রামে হবে প্রথম টেস্ট, এরপর ঢাকায় দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে সিরিজটি।

সিরিজ শিডিউলঃ

তারিখম্যাচভেণ্যু
১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি মিরপুর
২০ নভেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি মিরপুর
২২ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টি মিরপুর
২৬-৩০ নভেম্বর প্রথম টেস্টচট্টগ্রাম
৪-৮ ডিসেম্বর দ্বিতীয় টেস্টমিরপুর

মতামত জানান :