৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার্স প্যানেল ঘোষণা |

প্রতিবেদক
বৃহস্পতিবার, ৭ অক্টোবর , ২০২১ ৫:০১

১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের আম্পায়ারদের তালিকা ঘোষণা করেছে আইসিসি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ আম্পায়ার ও ৪ ম্যাচ রেফারির নাম প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০ সদস্যের শক্তিশালী প্যানেলের তিনজন; আলিম দার, রড টাকার ও মারাইস ইরাসমাস নিজেদের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে আম্পায়ারিং করবেন! ২০ জনের ১১জনই ‘আইসিসি এলিট আম্পায়ার্স প্যানেল’ এর অংশ।

১৭ অক্টোবর শুরু হয়ে ১৪ নভেম্বর শেষ হবে টুর্নামেন্ট, ১৬ দলের এই টুর্নামেন্টে প্রতি ম্যাচেই থাকবে নিরপেক্ষ আম্পায়ার! প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ পাপুয়ানিউগিনি বনাম ওমান ম্যাচে দায়িত্বরত থাকবেন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফেনি; টিভি আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো, চতুর্থ আম্পায়ার আহসান রাজা এবং ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালে।

২০ সদস্যের অভিজ্ঞ আম্পায়ার্স প্যানেল:

ম্যাচ রেফারিঃ ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাধুগালে ও জভগাল শ্রীনাথ।
আম্পায়ারঃ ক্রিস ব্রাউন, আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস গ্যাফেনি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড ক্যাটেলবোরো, নিতিন ম্যানন, আহসান রাজা, পল রেইফেল, ল্যাংটন রুসেরে, রড টাকার, জোয়েল উইলসন ও পল উইলসন।

টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের কারা দায়িত্বরত থাকবে সে বিষয়ে পরবর্তীতে জানাবে আইসিসি।

, ,

মতামত জানান :