🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
পুরুষ ওয়ানডেঃ ১৯৯৭- বনাম কেনিয়া- ১৫০ রানে হার।
নারী টি-টোয়েন্টিঃ ২০২২- বনাম শ্রীলঙ্কা- ৩ রানে হার।
⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ
▪১৯৮৭
বিশ্বকাপ হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের দেয়া ২৪২ রান তাড়া করে ব্যাট করছিলো জিম্বাবুয়ে। দলের অধিনায়ক ডেভ হটন তেরো চার ও ছয় ছক্কার সাহায্যে ১৩৭ বলে ১৪২ রান করেন। যদিও নিউজিল্যান্ড ম্যাচটি তিনরানে জিতে যায়। এটি জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের প্রথম ওডিআই শতক এবং এটি ২০০৩ বিশ্বকাপে ক্রেইগ উইশার্টের ১৭২ রানের ইনিংসের পূর্বে জিম্বাবুয়ের ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিলো।
▪ ২০০৩
জিম্বাবয়ের বিপক্ষে প্রথম টেস্টে ম্যাথু হেইডেন ৩৮০ রানের ইনিংস খেলেন। তিনি লারাকে টপকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যাক্তিগত সংগ্রের মালিক হয়ে যায়, তবে পরবর্তিতে লারা তাকে টপকে আবারো সর্বোচ্চ ইনিংসের মালিক হয়।
▪ ১৯৯৮
এদিনে জিম্বাবুয়ে তাদের ঘরের মাঠে ভারতকে টেস্টে ৬১ রানে হারিয়েছিলো। দুই ইনিংসে জিম্বাবুয়ে ২২১ ও ২৯৩ রান করে অন্য দিকে ভারত ২৮০ ও ১৭৩ রান করে। ভারতের হয়ে রাহুল দ্রাবিড় ১১৮ রান করেন, যা ঐ টেস্টে সর্বোচ্চ ব্যাক্তিগত সংগ্রহ।
🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৮৮৪ – নেভিল নক্স ( ইংল্যন্ড)
১৮৮৪ – চার্লস পেয়ার্স ( দ: আফ্রীকা)
১৮৯৫ – জনি টেইলর (অস্ট্রেলিয়া)
১৯২২ – হ্যারি ক্যাব (নিউজিল্যান্ড)
১৯২৬ – বিলি সাটক্লিফ (ইংল্যান্ড)
১৯৩৩ – সাদশীভ পাটিল (ভারত)
১৯৯৬ – আর্টিক ডিক (নিউজিল্যান্ড)
১৯৩৪ – এ্যালিসন রেটক্লিফ (ইংল্যান্ড)
১৯৭৪ – জেসন ব্রাউন ( ইংল্যান্ড)
১৯৮৮ – আহমেদ রাজা (আরব আমিরাত)
১৯৮৯ – মুক্তার আলী (বাংলাদেশ)
১৯৯১ – কারান কেসি (নেপাল)
⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
১৮৬০ – লর্ড হক (ইংল্যান্ড)
২০১২ – কেভিন কুরান (জিম্বাবুয়ে)
💯আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেনঃ
২০২১ – ওয়াসিম মুহাম্মদ (আরব আমিরাত বনাম আয়ারল্যান্ড)
২০১৯ – মায়াঙ্ক আগাওয়াল ( ভারত বনাম দক্ষিণ আফ্রিকা)
২০১৭ – আসাদ শফিক ( পাকিস্তান বনাম শ্রীলংকা)
২০১৩ – স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ প্রমিলা বনাম নিউজিল্যন্ড প্রমিলা)
২০১৩ – বিজে ওয়াটলিং ( নিউজিল্যান্ড বনাস বাংলাদেশ)
২০১০ – মার্কাস নর্থ (অস্ট্রেলিয়া বনাম ভারত)
২০০৮ – মাইক হাসি (অস্ট্রেলিয়া বনাম ভারত)
২০০৬ – উপুল থারাঙ্গা ( শ্রীলংকা বনাম জিম্বাবুয়ে)
২০০৪ – অ্যাডাম গিলক্রিস্ট ( অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে)
২০০৩ – নাথান অ্যাশলে ( নিউজিল্যন্ড বনাম ভারত )
২০০২ – রাহুল দ্রাবিড় ( ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ)
১৯৯৭ – কেনেডি ওটিয়েনো ( কেনিয়া বনাম বাংলাদেশ)
১৯৯৭ – দীপক চুদাসামা ( কেনিয়া বনাম বাংলাদেশ)
১৯৮৭ – ডেভ হটন ( জিম্বাবুয়ে বনাম নিউজিল্যান্ড)
5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
২০১৯- আমির কালিম ( ওমান বনাম নেপাল)
২০১৭- দিলরাওয়ান পেরেরা (শ্রীলংকা বনাম পাকিস্তান)
২০১৬- রবিচন্দ্রন অশ্বিন ( ভারত বনাম নিউজিল্যান্ড)
২০০৮- জহির খান (ভারত বনাম অস্ট্রেলিয়া)
২০০১- শন পলক (দ:আফ্রীকা বনাম ভারত)
১৯৯৯- ডিউন জোসেপ ( নিউজিল্যান্ড বনাম ভারত)
১৯৯৭- আসিফ করিম (কেনিয়া বনাম বাংলাদেশ)
১৯৮৩- মোহাম্মদ নাজির ( পাকিস্তান বনাম ভারত)
১৯৭৬- রিচার্ড হ্যাডলি ( নিউজিল্যান্ড বনাম পাকিস্তান)