৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিনঃ অক্টোবর ২৬

প্রতিবেদক
মোঃ ইলিয়াস
শনিবার, ২১ জানুয়ারি , ২০২৩ ৪:৩৫

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
টেস্টঃ ২০০৪ – বনাম নিউজিল্যান্ড – (ইনিংস এবং ১০১ রানে হার)
ওয়ানডেঃ ২০১৮- বনাম জিম্বাবুয়ে- (৭ উইকেটে জয় এবং জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ)
নারী টি-টোয়েন্টিঃ ২০১৯ – বনাম পাকিস্তান – ( ১৪ রানে হার)

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ
১৯৬১→
পাকিস্তানে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়। লাহোরে ম্যাচটিতে পাঁচ উইকেটে জিতে সফরকারীরা। ব্যারিংটনের ১৩৯ ও স্মিথের ৯৯ রানে প্রথম ইনিংসে বড় লীড পায় ইংল্যান্ড। জবাবে ২০০ রানে অল আউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ডেক্সটার ৬৬* রান করে বড়সড় টার্গেট দেয় পাকিস্তানকে। এতেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের।

৯৯৮→
করাচিতে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক দিন। সিরিজের তৃতীয় টেস্ট ড্র করার মাধ্যমে ৩৯ বছর পর পাকিস্তানে কোনো সিরিজ জিতে অজিরা। প্রথম ইনিংসে ম্যাকগ্রার ৫ উইকেটে ২৮ রানের লীড পায় তারা। দ্বিতীয় ইনিংসে জাস্টিন ল্যাঙ্গার প্রায় ৪ ঘন্টা ব্যাট করে ৫১ রান করে এবং দল ৩৯০ রান সংগ্রহ করে। তবে বাকি সময়টায় ইজাজ আহমেদের শতকে ড্র করতে সক্ষম হয় পাকিস্তান, তবে সিরিজ হার এড়াতে পারেনি।

২০১৩→
২০০৬ সাল থেকে দেশের বাইরের মাঠে কোনো টেস্ট সিরিজ না হারার রেকর্ড ধরে রাখার দিন সাউথ আফ্রিকার। ডুবাইতে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইমরান তাহিরের পাঁচ উইকেটে মাত্র ৯৯ রানে প্রথম ইনিংস শেষ হয় পাকিস্তানের। নিজেদের একমাত্র ইনিংসে গ্রায়েম স্মিথের ২৩৪ ও ডি ভিলিয়ার্সের শতকে বড় সংগ্রহই জয়ের ভীত গড়ে দেয় তখনকার এক নাম্বার সাউথ আফ্রিকা দলকে।

০১৫→
দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কার। দ্বিতীয় ম্যাচে পি সারা ওভালে শেষদিনের জমজমাট লড়াইয়ে ৭২ রানে জয় পায় শ্রীলঙ্কা। ২৪৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৮০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। তবে এরপরই শুরু হয় রঙ্গনা হেরাথ এবং মিমিন্দা সিরিওর্দানার স্পিন আক্রমণ, দুজনের ৭ উইকেট শিকারে মাত্র ১৭১ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এটি ছিলো সাঙ্গাকারা এবং জয়াবর্ধনে অবসর নেয়ার পর শ্রীলঙ্কার প্রথম সিরিজ।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
৮৯০ •হ্যারি লী (ইংল্যান্ড)
১৯০২ •হাগিয়ে চিলভার্স (অস্ট্রেলিয়া)
১৯৫০ •তিরুমালাই শ্রীনিবাস (ভারত)
১৯৬৫ •কেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
১৯৭১ •রনি ইরানি (ইংল্যান্ড)
১৯৭২ •ইয়ান বিলক্লিফ(কানাডা)
১৯৭৮ •ফয়সাল হোসেন ডিকেন্স (বাংলাদেশ)

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
১৯৬১ •এডগার মেয়নে (অস্ট্রেলিয়া)
১৯৮৯ •এন্ডি রবার্টস (নিউজিল্যান্ড)
১৯৯৩ •উইলিয়াম লোগান (স্কটল্যান্ড)
২০০০ •মার্টিন প্রসাদ (কানাডা)

💯আজকের দিনে যারা শতক হাকিয়েছেনঃ
১৯৭৯ •গ্রাহাম ইয়েলাপ ·১৬৭ অস্ট্রেলিয়া 🆚 ভারত
১৯৮৪ •মুদাসসার নাজার ·১৯৯ পাকিস্তান 🆚 ভারত
১৯৯৮ •ইজাজ আহমেদ ·১২০ পাকিস্তান 🆚 অস্ট্রেলিয়া
২০০০ •এলিস্টার ক্যাম্পবেল ·১০৫* জিম্বাবুয়ে 🆚 ভারত
২০০২ •গ্যারি কার্স্টেন ·১৬০ সাউথ আফ্রিকা 🆚 বাংলাদেশ
২০০২ •হার্শেল গিবস ·১১৪ সাউথ আফ্রিকা 🆚 বাংলাদেশ
২০০২ •জ্যাক ক্যালিস ·১৩৯* সাউথ আফ্রিকা 🆚 বাংলাদেশ
২০০৩ •শচীন টেন্ডুলকার ·১০০ ভারত 🆚 অস্ট্রেলিয়া
২০০৩ •ভিভিএস লক্ষ্মণ ·১০২ ভারত 🆚 অস্ট্রেলিয়া
২০০৪ •ডেমিয়েন মার্টিন ·১১৪ অস্ট্রেলিয়া 🆚 ভারত
২০০৪ •স্টিপেন ফ্লেমিং ·২০২ নিউজিল্যান্ড 🆚 বাংলাদেশ
২০১৩ •আসাদ শফিক ·১৩০ পাকিস্তান 🆚 সাউথ আফ্রিকা
২০১৮ •শন উইলিয়ামস ·১২৯* জিম্বাবুয়ে 🆚 বাংলাদেশ
২০১৮ •ইমরুল কায়েস ·১১৫ বাংলাদেশ 🆚 জিম্বাবুয়ে
২০১৮ •সৌম্য সরকার ·১১৭ বাংলাদেশ 🆚 জিম্বাবুয়ে

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৯৮৬ ·ওয়াসিম আকরাম •৯১/৬ পাকিস্তান 🆚 ওয়েস্ট ইন্ডিজ
১৯৯০ ·ক্রিস প্রিঙ্গল •৫২/৭ নিউজিল্যান্ড 🆚 পাকিস্তান
১৯৯৪ ·ম্যাথু হার্ট •২২/৫ নিউজিল্যান্ড 🆚 ওয়েস্ট ইন্ডিজ
২০০১ ·চারিথা ফার্নান্দো •৬৭/৫ শ্রীলঙ্কা 🆚 জিম্বাবুয়ে
২০০৩ ·শন পোলক •৭৮/৬ সাউথ আফ্রিকা 🆚 পাকিস্তান
২০০৯ ·আনিশা মোহাম্মদ •১০/৫ ওয়েস্ট ইন্ডিজ 🆚 সাউথ আফ্রিকা (নারী)
২০১৪ ·জুলফিকার বাবর •৭৪/৫ পাকিস্তান 🆚 অস্ট্রেলিয়া
২০১৪ ·তিনাশে পানিয়াঙ্গারা •৫৯/৫ জিম্বাবুয়ে 🆚 বাংলাদেশ

মতামত জানান :