৩৩৫ দিনের ব্যবধানে আবারও বসছে টি-টোয়েন্টি ক্রিকেটের মহারণ। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর আয়োজক হিসেবে অস্ট্রেলিয়া আগেই চুড়ান্ত হয়েছিলো। আজ টুর্নামেন্টের ভেন্যু তালিকা ঘোষণা করলো আইসিসি।
এবারের আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আগামী আসরে স্বাগতিক এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলবে।
অস্ট্রেলিয়ার সাতটি মাঠে ২৮ দিন ব্যাপি চলবে ২০২২ বিশ্বকাপ। ১৬ অক্টোবর শুরু হয়ে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের পর্দা নামবে ১৩ নভেম্বর।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাতটি ভেন্যুঃ
অ্যাডিলেইড ওভাল- অ্যাডিলেড
দ্যা গ্যাবা- ব্রিসবেন
কার্ডিনিয়া পার্ক- জিলং
বেলেরিভ ওভাল- হোবার্ট
পার্থ স্টেডিয়াম- পার্থ
সিডনি ক্রিকেট গ্রাউন্ড(SCG)- সিডনি
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড(MCG)- মেলবোর্ন
অক্টোবরের ১৬ তারিখ মেলবোর্নে শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই মহৌৎসব।
সিডনিতে ৯ নভেম্বর ও এডিলেইডে ১০ নভেম্বর হবে দুইটি সেমিফাইনাল।
১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফ্লাডলাইটের নিচে হবে ফাইনাল ম্যাচ।
প্রথম রাউন্ড এবং সুপার টুয়েলভ; উভয় রাউন্ডের ১৬ দলের মধ্যে ১২ দল ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।
সুপার টুয়েলভঃ অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা।
প্রথম রাউন্ডঃ নামিবিয়া, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা।
প্রথম রাউন্ডের বাকী চার দল আগামী ফেব্রুয়ারিতে ওমানে এবং জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে বাছাইপর্ব খেলে আসবে। প্রথম রাউন্ডের ৮ দল থেকে ৪ দল যাবে সুপার টুয়েলভে।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিডিউল প্রকাশিত হবে জানুয়ারিতে |