২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যকার সময়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রিকেটের ৮ মেগা ইভেন্টের আয়োজকের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশ তার মধ্যে মাত্র একটি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে, তা-ও আবার ভারতের সাথে যৌথভাবে।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ । ৮ মাস পর পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই সময়কালে হবে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে, দুইটি চ্যাম্পিয়নস ট্রফি ও দুইটি ওয়ানডে বিশ্বকাপ। ৮টি টুর্নামেন্টের মধ্যে ভারত এককভাবে ১টি ও যৌথভাবে ২টির আয়োজক থাকবে! মোট ১৪টি দেশ এই টুর্নামেন্টেগুলো একের পর এক আয়োজন করবে।
ইভেন্টগুলোর মধ্যে, প্রথমবারের মতো আইসিসির মেগা ইভেন্টের আয়োজন করবে আমেরিকা ও নামিবিয়া। প্রায় ২০ বছর পর পাকিস্তান আয়োজন করবে একটি ইভেন্ট। ২১ বছর পর আয়োজক হবে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১৭ বছর পর আয়োজক হবে বাংলাদেশ। ২৪ বছর পর আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
আয়োজক | সময়কাল | টুর্নামেন্ট |
ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা | জুন ২০২৪ | আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ |
পাকিস্তান | ফেব্রুয়ারী ২০২৫ | আইসিসি মেনস চ্যাম্পিয়নস ট্রফি |
ভারত এবং শ্রীলঙ্কা | ফেব্রুয়ারী ২০২৬ | আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ |
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া | অক্টোবর/নভেম্বর ২০২৭ | আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ |
অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড | অক্টোবর ২০২৮ | আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ |
ভারত | অক্টোবর ২০২৯ | আইসিসি মেনস চ্যাম্পিয়নস ট্রফি |
ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড | জুন ২০৩০ | আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ |
বাংলাদেশ ও ভারত | অক্টোবর/নভেম্বর ২০৩১ | আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ |