কাল থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ধারাভাষ্য প্যানেলের সদস্যদের নাম প্রকাশ করেছে বিসিবি। দেশের চারজনের সঙ্গে ২ বিদেশী থাকছেন এবার কমেন্ট্রিবক্সে।
দেশীয় আতহার আলী, শামীম চৌধুরীদের সঙ্গে সবচেয়ে বড় চমক হিসেবে থাকছেন পাকিস্তানের সিকান্দার বখত। জিম্বাবুয়েরও একজন আছেন।
বাংলাদেশ-পাকিস্তান টি২০ সিরিজের ধারাভাষ্যকারঃ
আতহার আলী খান
শামীম আশরাফ চৌধুরী
মাজহার উদ্দীন অমি
সমন্বয় ঘোষ
সিকান্দার বখত
এডওয়ার্ড রেইন্সফোর্ড
আগামীকাল মিরপুরে শুরু হবে সিরিজটি। ২০ ও ২২ তারিখ একই মাঠে হবে পরবর্তী দুটি ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ২টায়।