টেস্ট খেলতে না চাওয়া সাকিবকে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেই। চলতি মাসে শুরু হতে যাওয়া ওয়ানডে ও টেস্ট সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আফ্রিকায় যাবে বাংলাদেশ।
১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত লড়াইয়ে খেলা গড়াবে চারটি মাঠে। ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজটি। টেস্ট স্কোয়াডে সাকিব ফিরলেও ওয়ানডেতে প্রথমবারের মতো দেখা যাবে খালেদকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট স্কোয়াড:
ওয়ানডে: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।