২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট ইতিহাসে আজকের দিন- আগস্ট ০২

প্রতিবেদক
সোমবার, ২ আগস্ট , ২০২১ ৮:১৫

🇧🇩আজকের দিনে বাংলাদেশ ক্রিকেটঃ
⚫ছেলেদের ওয়ানডে-
২০০৩, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
ফলাফলঃ বাংলাদেশ ৮ উইকেটে পরাজিত।
২০০৬, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
ফলাফলঃ বাংলাদেশ ২ উইকেটে পরাজিত।

⚫ছেলেদের টি-টোয়েন্টি-
২০০৯, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ফলাফলঃ বাংলাদেশ ৫ উইকেটে পরাজিত।
২০২২, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
ফলাফলঃ বাংলাদেশ ১০ রানে পরাজিত।

⭕ক্রিকেটের সাধারণ ঘটনাঃ
•১৯৭৭
→১৯৩০ সালের পর ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়👇
ইয়ান বোথামের অভিষেক, জিওফ্রে বয়কটের কামব্যাক ইংল্যান্ড ইতিহাসে মনে রাখার মতো একটি ম্যাচ উপহার দিয়েছিল। সিরিজটি ইংল্যান্ড ৩-০তে জিতে গেলেও বয়কটকে পূনরায় কামব্যাক করিয়ে যে ভুল হয়নি সেটাই প্রমাণ করেছেন বয়কট, সিরিজের ৩য় এবং ম্যাচে প্রথম ইনিংসে ৩১৫ বলে ১০৭, এবং দ্বিতীয় ইনিংসে ২৩১ বলে ৮০ রান করেন তিনি।

•১৯৮১
→বোথাম’স অ্যাশেজ👇
ইংলিশদের দেয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অজিদের চোখে ছিল সহজ জয়ের হাতছানি, তাদের স্বপ্নকে মিথ্যে প্রমাণ করে লণ্ডভণ্ড করে দিয়ে ইংল্যান্ডকে জেতান ইয়ান বোথাম, পরের টেস্টেও একই কাহিনি, মাত্র এক রানে পাঁচ উইকেট নিয়ে ধস নামিয়ে দেন অজি শিবিরে। সিরিজটা ইংল্যান্ড ২-১ এ জিতেছিল। পরবর্তীতে এই সিরিজকে ক্রিকেট ইতিহাসবিদরা “বোথাম’স অ্যাশেজ” বলে আখ্যায়িত করেন।

•১৯৮৫
→ডেভিড গাওয়ার এবং ৭৩২ রান👇
ওল্ড ট্রাফোর্ডে অজিদের বিপক্ষে আজকের এই দিনে ডেভিড গাওয়ার তার টেস্ট ক্যারিয়ারে পাঁচ হাজার রান করার গৌরব অর্জন করে। সেই সিরিজে ইংল্যান্ড ৩-১ জেতে এবং তিনি ৪ ম্যাচে ৮১.৩৩ গড়ে ৭৩২ রান করেন।

•২০০০
→দক্ষিণ আফ্রিকান বোলিং তোপ👇
আগের ম্যাচে জিতে সিরিজে ১-০তে এগিয়ে যাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচেও জিতে যাওয়ার দারুণ এক সম্ভাবনা দেখছিল। শ্রীলঙ্কা ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল৷ কিন্তু দক্ষিণ আফ্রিকান বোলারদের আট রানের বিনিময়ে চার চারটি উইকেট তোলে নিলে ম্যাচটি সাত রানের কারনে হেরে যায় শ্রীলঙ্কা। সিরিজের পরবর্তী টেস্ট ম্যাচটি ড্র হলে সিরিজটিও ড্র বনে যায়।

•২০০৩
→গ্রায়েম স্মিথের ২৫৯👇
মাখায়া এনটিনির আগুন ঝরানো বোলিংয়ে ইংলিশরা মাত্র ১৭৩ রানেই গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে এক গ্রায়েম স্মিথের ২৫৯ রানের কাছেই হেরে যায় ইংল্যান্ড, তার এই ২৫৯ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা ৬৮২/৬ রান করলে জবাবে ইংল্যান্ড মাত্র ৪১৭ রানে অলআউট হলে উক্ত ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতে যায়। তার এই গুরুত্বপূর্ণ ২৫৯ রানের ইনিংসটি আজকের দিনে ছিল।

•২০০৬
→শাহাদাৎ হোসেনের হ্যাট্রিক
আজকের এই দিনে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে শাহাদাৎ হোসেন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম হ্যাট্রিক করেন। তাফাজা মুফামবিসি, এলটন চিগাম্বুরা, প্রসপার উৎসেয়া; হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ইনিংসে পরপর তিন বলে এদেরকে আউট করে শাহাদাত হোসেন রাজীব প্রথম বাংলাদেশী বোলার হিসেবে একদিবসীয় ক্রিকেটে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান।

🎂আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেনঃ
১৮৮৭- টমি ওয়ার্ড (দক্ষিণ আফ্রিকা)
১৯৫৮- এরশাদ আয়ুব (ভারত)
১৯৭০- ফিলো ওয়ালেস (ওয়েস্ট ইন্ডিজ)
১৯৭৬- মোহাম্মদ জাহিদ (পাকিস্তান)
১৯৭৯- ড্যারেন প্যাটিনসন (ইংল্যান্ড)
১৯৮১- টিম মুরতাঘ (আয়ারল্যান্ড)
১৯৮৬- ইলিয়াস সানি (বাংলাদেশ)
১৯৯১- টম ব্রুস (নিউজিল্যান্ড)
১৯৯১- নেভিল মাদজিভা (জিম্বাবুয়ে)
১৯৯২- হামিদ শাহ (ডেনমার্ক)
১৯৯৩- আবু জায়েদ রাহী (বাংলাদেশ)
১৯৯৪- জ্যাকব ডাফি (নিউজিল্যান্ড)
২০০০- সন্দিপ লামিচানে (নেপাল)

⚫আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেনঃ
১৯১৬- ভারডুন স্কট (নিউজিল্যান্ড)
২০১০- এরিক টিন্ডিল (নিউজিল্যান্ড)

💯আজকের দিনে যারা শতক হাঁকিয়েছেনঃ
১৯৭৫- জন এডরিচ (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৮৭- বেলিন্দা হ্যাগেট (অস্ট্রেলিয়া নারী বনাম ইংল্যান্ড নারী)
১৯৯৭- নবজোত সিং সিধু (ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা)
২০০১- নাথান অ্যাসলে (নিউজিল্যান্ড বনাম ভারত)
২০০১- ভিরেন্দর শেবাগ (ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড)
২০০৮- গ্রায়েম স্মিথ (সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
২০১২- আলভিরো পিটারসেন (সাউথ আফ্রিকা বনাম ইংল্যান্ড)
২০১৫- রস টেলর (নিউজিল্যান্ড বনাম জিম্বাবুয়ের)
২০১৫- ক্রেইগ অরভিন (জিম্বাবুয়ে বনাম নিউজিল্যান্ড)
২০১৮- বিরাট কোহলি (ইন্ডিয়া বনাম ইংল্যান্ড)
২০১৯- ররি বার্নস (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)

5⃣আজকের দিনে যারা ৫ উইকেট পেয়েছেনঃ
১৯৭৯- ইয়ান বোথাম (ইংল্যান্ড বনাম ইন্ডিয়া)
১৯৮১- ইয়ান বোথাম (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)
১৯৮৭- গিল ম্যাকনওয়ে (ইংল্যান্ড নারী বনাম অস্ট্রেলিয়া নারী)
২০০১- গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড)
২০০৮- হরভজন সিং (ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা)
২০১৩- গ্রায়েম শন (ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া)

, , , , , ,

মতামত জানান :