সামাজিক দায়িত্বে ক্রিকেটখোর

সামাজিক দায়িত্ব পালনে ক্রিকেটখোরের সদস্যরা সর্বদা সামনের সারিতে থেকেছে। যেকোনো সামাজিক কাজে সবার আগে থাকার চেষ্টা করে। ২০১৯ সালে রমজান মাসে ঢাকা ও ফেনী শহরে গরীব ও দুস্থ পথশিশুদের মাঝে নতুন কাপড় উপহার দিয়েছিলো ক্রিকেটখোরের সদস্যরা। এরপর শীতের মৌসুমে ফেনী ও চট্টগ্রামের সদস্যরা নিজ নিজ শহরের বিভিন্ন জায়গায় ভাসমান মানুষজনের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে। এরবাইরেও প্রতিটা জেলার মেম্বাররা সারাবছরই রক্তদানে নিয়োজিত থাকে প্রয়োজন অনুযায়ী।

২০১৯ সালে ফেনী, নরসিংদী ও খুলনার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করে ক্রিকেটখোর৷ বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এটা প্রতিবছরই চালু থাকবে।

এছাড়া বিভিন্ন সিপিএলে অতিথি হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সরব উপস্থিতি থাকে, নোয়াখালী, ফেনী ও কুমিল্লা সিপিএল এ একজন করে মুক্তিযোদ্ধা উপস্থিত থাকেন, এইযুগের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের অজানা গল্প শোনান তারা, উদ্ধুদ্ধ করেন তরুণদেরকে।

২০১৯ সালে খুলনা সিপিএল এ বাংলাদেশ জাতীয় দলের প্র‍য়াত খেলোয়াড় মানজারুল ইসলাম রানার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয় ও স্মারক উপহার তুলে দেয়া হয়। ২০২০ সালে লক্ষ্মীপুর সিপিএল এ বৃক্ষরোপণ কর্মসূচি ও ময়মনসিংহ সিপিএল এ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্প চালু করা হয়।

এছাড়া অনেক মেম্বারই নিজেদের সাধ্যমত সামাজিক কাজে নিয়োজিত থাকে।